• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

এক ফুল দুই মালী! বার্সেলোনার এই এই মহিলার সাথে একত্রে প্রেম করেন দুই বন্ধু

‘এক ফুল দো মালী’ কথাটা অনেকেই শুনেছেন। বিশেষত কিশোর বয়সে হয়তো অনেকেই এই কথাটা শুনে ছিলেন। আসলে যদিও বাগানে ফুল একটাই হয় আর বাগানের পরিচারক বা মালি দু জন হয় তখন ফুল কে নেবে সেই নিয়ে শুরু হয় ধন্দ। তেমনি যদি কোনো মহিলাকে কারোর ভালো লেগে যায় আর তখনি সে জানতে পারে যে  আরো একজনের পছন্দ ওই মহিলাকে। প্রেমের সম্পর্কে (Love Relationship) এই পরিস্থিতিকেই বলে এক ফুল দো মালী।

love relation এক মহিলার প্রেমে দুই পুরুষ

   

তবে, আজকাল প্রেমটাই কেমন যেন ঠুনকো হয়ে গেছে। কিছু দিন যেতে না যেতেই প্রেমের সম্পর্কে বিচ্ছেদ ঘটে। আর কোনো এক মহিলা যদি একসাথে দুজনের সাথে প্রেমের সম্পর্ক করে থাকেন সেক্ষেত্রে ব্যাপারটা আরো জটিল হয়ে যায়। তবে, এটা যে সর্বদা এরকমই হবে তার কোনো মানে নেই। কারণ হতেও তো পারে যে কোনো এক মহিলার দুই প্রেমিক। আর তারা দিব্যি মেনেও নিয়েছেন একেঅপরকে তার প্রিয় মানুষের ছেলে সতীন হিসাবে।

love relation এক মহিলার প্রেমে দুই পুরুষ

শুনতে অবাক লাগছে তাই না! তবে, অবাক লাগলেও এই ঘটনা কিন্তু সত্যি। যেখানে আজকের দিনে দুজনের মধ্যে সম্পর্ক টেকেনা, সেখানে দুই পুরুষের সাথে  এক মহিলার প্রেমের সম্পর্ক দিব্যি রয়েছে। কি এখনো বিশ্বাস হচ্ছে না? চলুন তাহলে ব্যাপারটা খুলেই বলা যাক।

love relation এক মহিলার প্রেমে দুই পুরুষ

গত বছর দিনো আর সাওলো নামের দুই  বন্ধ বার্সেলোনায় বেড়াতে যান। আর সেখানে গিয়ে ওলগা নামের যুবতীকে দেখে মন দিয়ে ফেলেন দুজনেই। সমস্যা বাঁধল সেখানেই দুজনের মধ্যে কে তাহলে প্রপোজ করবে ওই  যুবতীকে। অনেক ভাবনা চিন্তার পর দুই বন্ধু মিলে সিদ্ধান্ত নীল যে তারা একসাথেই প্রপোজ করবে ওই যুবতীকে আর একই সাথে ভালোবাসবে তাকে। আর করলেনও তাই। আর ওলগা রাজিও হয়ে গেলেন। প্রথমে লোকে এই সম্পর্কে নিয়ে আপত্তি করেছিল ঠিকই, কিন্তু লোকের কথাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে দিব্ব্যি একসাথে দিন কাটাচ্ছেন তিনজন।

love relation এক মহিলার প্রেমে দুই পুরুষ

site