রানু মন্ডল (Ranu Mondal), নামটা নিশ্চই মনে আছে। রানাঘাটের স্টেশন থেকে সোজা মুম্বাইয়ের স্টুডিওতে পৌঁছে গিয়েছিলেন রানু মন্ডল। তবে যাত্রাটা খুব যে সহজ ছিল তা কিন্তু নয়! রানাঘাট স্টেশনে গান শুনিয়ে ভিক্ষা করতেন রানু মন্ডল।এরই মধ্যে রাস্তার একপথচারীর দারুন ভালো লেগে যায় রানু মন্ডলের গান আর তা ভিডিও করে শেয়ার করে দেন সোশ্যাল মিডিয়াতে।
সেই ভিডিও মুহূর্তের মধ্যে ভাইরাল (Viral Video) হয়ে পড়লে ভাগ্য ফিরে যায় রানাঘাটের রানু মন্ডলের। বিখ্যাত গায়ক হিমেশ রেশমিয়া (Himesh Reshammya) তাকে গান গাওয়ার সুযোগ দেন। এরপর হিমেশ রেস্মিয়ার সাথে ‘তেরি মেরি কাহানি’ ডুয়েট গান গাইতে দেখা যায় রানু মণ্ডলকে। নিজের গানের জেরে বিশাল খ্যাতি অর্জন করেন রানু মন্ডল।
কিন্তু, সেই খ্যাতি বেশিদিন থাকেনি। নিজের অহংকারেই পতন হয় রানু মন্ডলের। হটাৎ হটাৎই বেফাঁস মন্তব্য করে বসতেন অহংকারের বসে, যার ফলে রানাঘাটের রানু মণ্ডলকে মুম্বাই গিয়েও ফিরে আসতে হয় সেই রানাঘাটেই। সোশ্যাল মিডিয়াতে রানু মণ্ডলকে নিয়ে শুরু হয় ব্যাপক ট্রোলিং। এরপর যেমন হটাৎ করে তীব্র গতিতে দিয়ে ওপরে উঠেছিলেন, তেমনি তড়তড়িয়ে নেমে এসেছেন নিচে। দীর্ঘদিন কেটে গেলেও এখনও পর্যন্ত কমেনি ট্রোলিং। মাঝে মধ্যেই রানু মণ্ডলকে নিয়ে নানান মিম বানানো হয় আর তা ভাইরাল হয়ে পরে সোশ্যাল মিডিয়াতে।
সম্প্রতি এরকমই একটি ভিডিও ভাইরাল হয়ে পড়েছে। ভিডিওতে রানুমণ্ডলকে ক্যাটরিনা কাইফের যারা যারা টাচ মি টাচ মি গানে নাচতে দেখা যাচ্ছে। যদিও বাস্তবে রানু মন্ডল নাচেননি, এডিটিং এর সাহায্যে রানু মন্ডলের মুখ বসানো হয়েছে ক্যাটরিনা কাইফের বদলে। তবে, রানু ওয়ান পিস ড্রেসে রানু মন্ডলের এই নাচের মিম ভিডিও ব্যাপক ভাইরাল হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতে।