• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

প্রথমে মাদক কাণ্ডে নাম আর এখন চোরের অপবাদ জুটতে চলেছে দীপিকা পাডুকোনের!

বলিউডের (Bollywood) প্রথম সারির অভিনেত্রী দীপিকা পাডুকোন (Deepika Padukone)। গত বছরের বলিউডে মাদকচক্র কাণ্ডে নাম জড়িয়েছিল অভিনেত্রীর। যার জেরে এনসিবি (NCB) অফিসারদের  জেরার মুখে পড়তে হয়েছিল অভিনেত্রীকে। যার জেরে সংবাদ মাধ্যমের শিরোনামে এসেছিলেন অভিনেত্রী। জেরার পর অভিনেত্রীর মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছিল NCB আধিকারিকরা। তবে, বর্মানে মাদকচক্রের মামলা থেকে মুক্তি পেয়েছেন দীপিকা।

Deepika Padukone দীপিকা পাডুকোন

   

নতুন বছরের আগেও সংবাদের শিরোনামে উঠেছিলেন দীপিকা পাডুকোন। কারণ, রাতারাতি তার সোশ্যাল মিডিয়া প্রোফাইল টুইটের ও ইনস্টাগ্রাম থেকে সমস পোস্ট ছবি ও ভিডিও উধাও হয়ে যায়। যা নেটিজনদের অবাক করে দিয়েছিল সাথে নেটিজনদের মনে হাজারো প্রশ্নের সূত্রপাত ঘটিয়েছিল। এই ঘটনার পরই সকলের চর্চায় চলে আসেন দীপিকা। সকলের মুখে একটাই প্রশ্ন ঘোরাঘুরি করতে থাকে কি এমন হল যে সমস্ত পোস্ট  ডিলেট করতে হল দীপিকা পাডুকোনকে।

Deepika Padukone দীপিকা পাডুকোন

তবে, চিন্তা নেই নতুন বছরে একেবারে ফাঁকা নেই অভিনেত্রী দীপিকার প্রোফাইল। সেখানে পোস্ট হয়েছে একটি অডিও কিল্প। আর সেই অডিও ক্লিপেই নতুন বছরের জন্য অনুগামীদের শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী। হয়তো নতুন বছরটাকে একটু আলাদা ভাবেই শুরু করতে চাইছেন অভিনেত্রী। ২০২০ এমনিতেই খারাপ বছর ছিল তার ওপর NCB-র জেরার কারণে আরো বাজে যায়  দীপিকার ২০২০ সাল। যদিও এই সময় সর্বদা স্বামী রণবীর সিংকে (Ranveer Singh) পাশে পেয়েছেন দীপিকা।

Deepika Padukone দীপিকা পাডুকোন Ranveer Singh রণবীর সিং

ইতিমধ্যেই দীপিকা ফের নিজের কাজে অর্থাৎ শুটিং শুরু করে দিয়েছেন। তবে, ইদানিং তিনি স্বামী রণবীর সিং ও প্রাক্তন রণবীর কাপুর ও তার হবু আলিয়া ভাটের সাথে ছুটিতে আছেন। জানা যাচ্ছে দীপিকাকে আগামী দিনে ধুম ৪ ছবি তে দেখতে পাওয়া যেতে পারে। তবে কোনো নায়িকা হিসাবে নয় বদলে খলনায়িকা হিসাবে ছবিতে দেখা যাবে দীপিকা পাডুকোনকে। সাথে ও জানা যাচ্ছে ছবিতে নাকি চোরের ভূমিকায় অভিনয় করতে চলেছেন অভিনেত্রী।

Deepika Padukone দীপিকা পাডুকোন Ranveer Singh Ranbir Kapoor Alia Bhatt আলিয়া ভাট রণবীর সিং রণবীর কাপুর

প্রসঙ্গত, এর আগে ধুম সিনেমার ৩টি পার্ট রিলিজ হয়েছে। প্রথমে হৃত্তিক রোশন, এরপর আমির খান মূল চরিত্রে অভিনয় করেছেন। এবার আসন্ন ধুম পার্ট ফোরে মহিলা চোরের ভূমিকায় আস্তে চলেছেন দীপিকা পাডুকোনে।

site