সুশান্ত সিং রাজপুত (Sushant Singh Rajput) এর মৃত্যুর পরেই প্রয়াত অভিনেতার প্রেমিকা রিয়া চক্রবর্তী (Rhea Chakraborty) নিয়ে চলে যথেচ্ছ টানাপোড়েন এবং বিতর্ক। সুশান্তের মৃত্যুর প্রায় ৬মাস পর NCB -এর দফতরে দেখা মিলল রিয়া চক্রবর্তী ও তার ভাই সৌভিকের।
১৪ জুন বান্দ্রার অ্যাপার্টমেন্ট থেকে উদ্ধার হয় সুশান্তের দেহ। এরপরেই ২৫ জুলাই বিহারের রাজীব নগর থানায় রিয়া ও তাঁর পরিবারে বিরুদ্ধে সুশান্তকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়া, প্রয়াতের সঙ্গে আর্থিক প্রতারণা সহ একাধিক অভিযোগ এনে এফআইআর দায়ের করেন সুশান্তের বাবা কেকে সিং।
সুশান্তের বাবার অভিযোগের ভিত্ততেই তদন্ত চলাকালীন মাদকযোগে নাম উঠে আসে রিয়া চক্রবর্তী ও তার ভাই সৌভিকের। প্রায় ১মাস হেফাজতে থাকার পর অবশেষে বাইকুল্লা জেল থেকে মুক্তি পান রিয়া চক্রবর্তী। আর তারও কিছু পর জামিন পান তার ভাই সৌভিক।
View this post on Instagram
তবে মুক্তির পরেও রিয়ার বোম্বে হাইকোর্ট রিয়ার উপর চাপিয়েছিল ৮ টি শর্ত। জামিন পাওয়ার পর নিয়মিত এনসিবির দফতরে হাজিরা দেওয়ার নিয়ম।
সেই হাজিরা দিতেই NCB-র অফিসে পৌঁছেছিলেন রিয়া সৌভিক।
প্রথম ছ’মাস ধরে প্রতি মাসের প্রথম সোমবার এনসিবি-র দফতরে দেখা করতে হবে। সেই নিয়ম রক্ষার্থেই দফতরে পৌঁছেছেন রিয়া ও শৌভিক। তাঁদের বাবা ইন্দ্রজিৎ ছিলেন তাঁদের সঙ্গে। পাপারাজ্জিরা তাকে দেখে এগিয়ে যেতেই রিয়া জানান, “হাজিরা দিতে এসেছি, বাবাও রয়েছেন আমাদের সঙ্গে”।
View this post on Instagram