• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ক্যানসারের সঙ্গে পাঞ্জা লড়ে সুস্থ যুবরাজ! স্ত্রী হেজেলের সাথে নতুন বছর শুরু করে দিলেন দারুণ বার্তা

বিটাউনের (Bollywood) সুন্দরীদের সঙ্গে ক্রিকেট (Cricket) মাঠের রাজকুমারদের সম্পর্ক নতুন কিছু নয়। মাঝেমাঝেই সংবাদের শিরোনামে তাই উঠে আসে বিরাট-অনুষ্কা (Virat Kohli – Anushka Sharma) কিংবা শর্মিলা ঠাকুর-পতৌদির নাম। ক্রিকেটারদের সঙ্গে বলিউডের সুন্দরীদের প্রেমের তালিকায় রয়েছে হেজেল কিচ ( Hazel keech) ও যুবরাজ সিং (Yuvraj singh)-র নামও।

২০১৬ সালের ৪ঠা ডিসেম্বর ক্রিকেটের অলরাউন্ডার যুবরাজ সিং গাঁটছড়া বেঁধেছিলেন অভিনেত্রী হেজেল কিচের সঙ্গে। গোয়ায় ধুমধাম করে অনুষ্ঠান করে সাতপাকে বাঁধা পরেছিলেন তারা। বলিপাড়া থেকে ক্রিকেটের অনেক তারকাই উপস্থিত ছিলেন তাদের বিয়েতে।

   

Yuvraj Singh Hazel keech

২০১১ বিশ্বকাপে দেশকে বিশ্বকাপ জিতিয়ে ম্যান অব দ্যা সিরিজ নির্বাচিত হয়েছিলেন যুবরাজ। ছিলেন কেরিয়ারের সেরা ফর্মে। সেই সময় তার জীবনে অন্ধকার বয়ে নিয়ে আসে ক্যান্সার নামক দুরারোগ্য ব্যধি। ফুসফুসের ক্যান্সারেই আক্রান্ত হয়েছিলেন যুবরাজ সিং। আমেরিকাতেই গিয়েছিলেন চিকিৎসার জন্য। কিন্তু হাল ছেড়ে দেননি ভারতীয় ক্রিকেট তারকা। মারণ রোগের বিরুদ্ধে ২২ গজের মত বুক চিতিয়ে লড়াই করেছিলেন পঞ্জাব দ্য পুত্তর। ক্যান্সারকে হারিয়ে কঠিন লড়াই করে ফিরেছিলেন মাঠে। ফিরেছিলেন হেজেলের কাছেও। আজ তিনি সম্পূর্ণ সুস্থ।

Yuvraj Singh Hazel keech

নতুন বছরের শুরুতেই এই দম্পতি একে অপরের প্রতি উজার করে দিয়েছেন কৃতজ্ঞতা। হেজেল যুবির সঙ্গে একটি ছবি শেয়ার করে লিখেছেন, “যদি আমি তোমার পাশে থাকি তবে নতুন বছরের এর থেকে দারুণ শুরু আর কী হতে পারে!”। এই ছবির কমেন্টে যুবি লিখেছেন, ” আমার থেকে দূরে যেও না, তাড়াতাড়ি লন্ডন থেকে ফেরো।” তাদের অনুরাগীরা শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিয়েছেন দম্পতিকে।

অন্যদিকে যুবরাজও হেজেলের সঙ্গে একটি ছবি শেয়ার করে অসাধারণ একটি পোস্ট লেখেন যুবরাজ, তিনি লেখেন

“২০২০ আমাদের সকলের জন্য একটি বড় শিক্ষার বাঁক হিসাবে প্রমাণিত হয়েছে! আমরা বাঁচি, আমরা যুদ্ধ করি, আমরা পড়ে যাই, আমরা উঠে আবার লড়াই করি!

কখনও কখনও জীবনে আমাদের কোনও পছন্দ হয় না এবং আমি অনুভব করি যে এই বছরটি আমাদের উপলব্ধি করেছে যে বেঁচে থাকার জন্য আমাদের খুব কম প্রয়োজন তবে আমরা আরও অনেক কিছু দিতে পারি!

আমরা একে অপরের প্রতি আরও সহানুভূতিশীল হতে পারি, পরীক্ষার সময়গুলিতে আরও দয়া দেখাতে পারি এবং আমাদের যা আছে তার জন্য কৃতজ্ঞ থাকতে পারি।

আমি নিশ্চিত যে এই সময়গুলি আমাদের মানুষ হিসাবে আরও শক্তিশালী করবে এবং আমাদের পরবর্তী লড়াইয়ের জন্য ব্যক্তি হিসাবে প্রস্তুত করবে এবং আমি নিশ্চিত যে আমাদের সময়ের সেরা সংস্করণগুলি সময়ের সাথে সাথে উন্নতি করতে থাকবে!”

site