বলিউড (Bollywood) গানের রানী নেহা কক্কর (Neha Kakkar)। অক্টোবর মাসে পাঞ্জাবি গায়ক রোহানপ্রীত সিংকে (Rohanpreet Singh) বিয়ে করেছেন নেহা কক্কর। বিয়ের আগের ফটোশুট থেকে শুরু করে বিয়ে, হানিমুন এমনকি বিয়ের পরের প্রচুর ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। বিয়েতেও নাকি বলিউডের কপি করেছেন নেহা এই নিয়ে ব্যাপক ট্রোলিং শুরু হয়। সব মিলিয়ে বিয়ের পর থেকে সংবাদ শিরোনামে ছিলেন নেহা কক্কর।
বিয়ের পর হানিমুন থেকে শুরু করে বাড়ি ফিরে স্বামী রোনাহপ্রীতের সাথে একাধিক রোমান্টিক ভিডিও শেয়ার করেছিলেন নেহা কক্কর। আর সেই রোমান্টিক ভিডিওগুলি ব্যাপক ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়াতে। নেহা নিজের বিয়ে নিয়ে একটি গানের অ্যালবাম পর্যন্ত বানিয়েছেন যার নাম ‘নেহা দা বেয়া’। গানের ভিডিওতে দুজনের রোমান্স দেখবার মত ছিল।
সম্প্রতি নেহা কক্কর আর রোহানপ্রীতের জুটিকে দেখা গিয়েছে ইন্ডিয়ান আইডলের (Indian Idol) মঞ্চে। বিয়ের দুমাস কেটে গেলেও রোমান্সে যে এতটুকুও ভাটা পড়েনি তা স্পষ্টই দেখা গেল ইন্ডিয়ান আইডলের মঞ্চে। কারণ সেখানেও ফুল রোমান্টিক মুডে ছিলেন দুজনেই। আর ইন্ডিয়ান আইডলের মঞ্চে দুজনের রোমান্টিক মুহূর্তের ছবিই এখন ভাইরাল সোশ্যাল মিডিয়াতে।
প্রসঙ্গত, কিছুদিন আগেই নেহা ও রোহানপ্রীত ব্যাপক আলোচনা ও ট্রোলিং এর কারণ হয়েছিলেন।কারণ তাদের নতুন গানের পোস্টার। পোষ্টারে নেহা কক্করকে প্রেগনেন্ট দেখানো হয়েছিল। যা দেখে সকলেই চিন্তায় পরে যান যে বিয়ের দুমাসের মধ্যেই কিভাবে সম্ভব এটা! এই নিয়ে বিস্তর জনপনা শুরু হয়ে গিয়েছিল। যদিও পরদিনই জল্পনা উড়িয়ে গানের আসল পোস্টার প্রকাশ্যে আনেন নেহা ও রোহানপ্রীত দুজনেই।
View this post on Instagram