বলিউডের বাদশা শাহরুখ খান (Shahrukh Khan)। শতাধিক ছবিতে অভিনয় করেছেন, আর নিজের অভিনয় দিয়ে কোটি কোটি মানুষের মন জিতে নিয়েছেন। শুধুই দেশে নয় বিদেশেও কোটি কোটি ফ্যান রয়েছে অভিনেতার। বলিউডের অনস্বীকার্য অবদানের জন্য ভারত সরকারের থেকে ২০০২ সালে পদ্মশ্রী পুরস্কারও পেয়েছেন অভিনেতা।
কিন্তু আজকাল ইন্টারনেটের যুগে নেটিজনদের রমরমা। বিশেষ করে সোশ্যাল মিডিয়া মিম আর মিম ভিডিওতে ভোরে গিয়েছে। কেউ নিছক মজার চলে তো কেউ ট্রোলিং এর উদ্যেশ্যে মিম ও মিম ভিডিও বানিয়ে শেয়ার করে সোশ্যাল মিডিয়াতে। আর সোশ্যাল মিডিয়াতে দৌলতে সেগুলি ভাইরাল ভিডিওতে পরিণত হয়। এই মিমের হাত থেকে রক্ষা পায়নি বলিউডের বহু অভিনেতা অভিনেত্রী এমনকি বাদশাহ শাহরুখ খান পর্যন্ত বাদ যাননি।
সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে শাহরুখ খানের একটি ভিডিও শেয়ার হয়েছে। শেয়ার করা ভিডিওটি বিদ্যুতের গতিতে ভাইরাল হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতে। ভিডিওতে টোনি কক্করের গান ‘নাচ মেরি লায়লা’ গানে নাচতে দেখা যাচ্ছে শাহরুখ খানকে। তবে নিজের আসল রূপে নয় বরং মেয়ে রূপে দেখা যাচ্ছে শাহরুখ খানকে। শর্ট ড্রেস থেকে শুরু করে অন্তর্বাসে বোল্ড লুকস সহ দেখা যাচ্ছে শাহরুখ খানকে।
এই ভিডিও দেখে হেসে লুটোপুটি নেটবাসী। আসল বিষয়টা হল ফেসঅ্যাপ বলে একটি সফটওয়্যারের কারসাজিতে এই পুরো কীর্তি ঘটানো হয়েছে। আর ভিডিও শেয়ার হওয়া মাত্রই শোরগোল পড়ে গিয়েছে নেটপাড়ায়। ওই ভিডিওতে আসলে হেলি দারুওয়ালা নাচছিল তার মুখের উপর শাহরুখের মুখ বসিয়ে এই ভিডিও বানানো হয়েছে।