• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

নতুন ছবিতে ‘ওড়িশি’ নাচবেন কাজল! মুক্তি পেল ‘ত্রিভঙ্গ’এর টিজার

Published on:

kajol Tribhanga

আজও পর্দায় কাজল মানেই (Kajol) মানেই এক বাড়তি উত্তেজনা। ৯০ এর দশক থেকেই লাগাতার পর্দা কাঁপিয়ে আসছেন তিনি। এবার নতুন বছরের শুরুতেই সুখবর দিলেন অভিনেত্রী। পর্দা ছেড়ে প্রথমবার তিনি পা রাখতে চলেছেন ওটিটি (OTT) প্ল্যাটফর্মে।

নতুন বছরে অভিনেত্রী ধরা দেবেন সম্পূর্ণ ভিন্ন রূপে ভিন্ন চরিত্রে। নতুন ছবিতে তাকে দেখা যাবে ‘ওড়িশি’ নৃত্যশিল্পী হিসেবে। মুক্তি পেল তার আগামী ছবি ‘ত্রিভঙ্গ’ এর টিজার। আগামী ১৫ জানুয়ারি OTT প্ল্যাটফর্ম নেটফ্লিক্স-এ মুক্তি পাবে এই ছবি।

kajol

রেণুকা সাহানে পরিচালিত এই ছবিতে কাজল ছাড়াও দেখা যাবে তনভি আজমি, মিথিলা পালকর-কে। অনু, নয়ন, মাশা নামে তিন ভিন্ন বয়সের নারী জীবনের গল্প উঠে আসবে ‘ত্রিভঙ্গ’ ছবিতে। গল্পে উঠে আসবে সম্পর্কের জটিলতার কথা।

পরিবারকে ঘিরে, পরিবারকে নিয়ে তৈরি ‘ত্রিভঙ্গম’ ভালবাসা সত্যিই শর্তহীন কি না, তা নিয়ে প্রশ্ন তুলে দেয়। পরিচালক রেণুকা টুইটারে জানিয়েছেন, কাজল, তন্বী এবং মিথিলা তাঁদের চরিত্রের জন্য মন প্রাণ ঢেলে দিয়েছেন। তিনি যা চেয়েছিলেন, চরিত্রগুলিকে তার থেকেও অনেক বেশি কিছু দিয়েছেন ৩ অভিনেত্রী।

https://youtu.be/G2ozW9CDS4s

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥