• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মম টু বি অনুষ্কাকে নিয়ে লাঞ্চ ডেটে বিরাট কোহলি, স্ত্রীকে দুহাতে আগলে শেয়ার করলেন ছবি

আর মাত্র কদিনের অপেক্ষা, মা হতে চলেছেন বিরাট (Virat Kohli) পত্নী অনুষ্কা শর্মা (Anushka sharma)। বহুদিন ধরেই পেজ থ্রি কাপাচ্ছেন এই পাওয়ার কাপল। অনুষ্কার প্রেগনেন্সি কালীন পোশাকও শিরোনাম করেছিল সংবাদ মাধ্যমে। এই সময়টা অনুষ্কার দেখভালের সব দায়িত্বই নিজে কাঁধে তুলে নিয়েছেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। মিনিটে মিনিটে বউয়ের খেয়াল রাখছেন বিরাট। এমনকি মাঠ থেকেও বিরাট জিজ্ঞেস করতে ভোলেননি অনুষ্কা খেয়েছে কিনা।

নতুন বছরের জানুয়ারি মাসেই পরিবারে আসছে নতুন সদস্য। বর্তমানে জীবনের সবচেয়ে মূল্যবান সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা। স্বামীর আদর ভালোবাসায় তার অন্তঃসত্ত্বাকালীন জেল্লা যেন কয়েকগুণ বেড়ে গিয়েছে। বউয়ের যত্ন নিতে অস্ট্রেলিয়ার সফর বাতিল করে পিতৃত্বকালীন ছুটিতে ছিলেন বিরাট নিজেও।

   

বিরাট কোহলি অনুষ্কা শর্মা Virat Kohli Anushka Sharma

তবে, প্রেগনেন্সির কারণে বাড়িতে বসে থাকতে নারাজ অনুষ্কা।গর্ভবতী অবস্থাতেই শুটিংয়ে গিয়েছেন ও কাজ করেছেন। ম্যাগাজিনের কাভারের জন্য ফটোশুট করেছেন অনুষ্কা এই অবস্থাতেই। ইতিমধ্যেই পুরোনো বছর অর্থাৎ ২০২০ বিদায় জানিয়েছে। আর নতুন বছরের প্রথম দিনেই ভারতীয় দলের ক্যাপ্টেন বিরাট কোহলি তার স্ত্রী অনুষ্কা শর্মাকে নিয়ে ও আরো কিছু ক্রিকেটার বন্ধু ও তাদের পত্নীদের সাথে লাঞ্চ দিতে গিয়েছেন। বিরাট কোহলি অনুষ্কা শর্মা Virat Kohli Anushka Sharma

লাঞ্চ ডেটে গিয়ে সেখান থেকে বাকি সকলের সাথে নিজেদের একটি ছবি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছেন ক্যাপ্টেন বিরাট কোহলি। ছবিতে বিরাট অনুষ্কা ছাড়াও হার্দিক পান্ডিয়াকে দেখা যাচ্ছে তার স্ত্রী সহ। ছবি শেয়ার করে বিরাট লিখেছেন, ‘বন্ধুরা যারা টেস্টে নেগেটিভ হয়েছে তাদের সাথে কিছু পসিটিভ সময় কাটানো’। এখানে নেগেটিভ বলতে করোনা টেস্টের কথা বোঝানো হয়েছে। সাথে বিরাট শেষে লিখেছেন, ‘ আশা করি নতুন বছর সকলের খুব ভালো কাটুক, খুশিতে কাটুক ও স্বাস্থ্যবান হয়ে কাটুক’।

site