বলিউডের (Bollywood) অভিনেত্রী অনন্যা পান্ডে (Ananya Panday)। বলিউড অভিনেতা চাঙ্কি পান্ডের মেয়ে অনন্যা পান্ডে। কিছুদিন আগে অভিনেত্রীর নতুন ছবি “খালি পিলি (Khaali Peeli)” রিলিজ করেছে। বি টাউনে অনন্যা তার দুর্দান্ত অভিনয় তথা মারকাটারি ফিগারের জন্য বেশ জনপ্রিয়। তাছাড়া সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয় এই অভিনেত্রী। শেষ ছবি খালি পিলিতে অভিনয়ের জন্য অনুগামীদের থেকে বেশ প্রশংসা পাচ্ছেন তিনি। সাথে ভক্তদের সাথে সোশ্যাল মিডিয়া চ্যাটেও তার উপস্থিতি নজরে এসেছে।
সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ইনস্টাগ্রামে নিজের কয়েকটি ছবি পোস্ট করেছেন। যা দেখে রীতিমত ঘুম উড়েছে অনন্যার ভক্তদের। আসলে করোনা মহামারীর কারণে দীর্ঘ লকডাউনে ঘরবন্দি থাকার পর বলিউডের একেরপর এক সেলিব্রিটিরা ছুটি কাটাতে উড়ে গিয়েছিলেন মালদ্বীপে। অভিনেত্রী অনন্যাও বর্তমানে মালদ্বীপে রয়েছেন, আর সেখান থেকেই নিজের কিছু ছবি শেয়ার করেছেন অভিনেত্রী।
ছবিতে নীলরাঙা সুমুদ্রের পারে বিকিনি পরে বসে থাকতে দেখা যাচ্ছে অনন্যাকে। মারকাটারি ফিগারে পিঙ্ক কালারের বিকিনি, অনন্যার বোল্ড ছবি রীতিমত ঘুম উড়িয়েছে তার অনুগামীদের। ছবিতে সুমুদ্রের জলে পা ডুবিয়ে খুশ মেজাজে ধরা দিয়েছেন অভিনেত্রী। সাথে রয়েছে ফ্রেঞ্চ ফ্রাই আর বার্গার। শেষ ছবিটিতে বার্গার খেতে দেখা যাচ্ছে অভিনেত্রীকে।
ছবি গুলি সোশ্যাল মিডিয়াতে পোস্ট হওয়া মাত্রই ভাইরাল হয়ে পড়েছে। ইতিমধ্যেই ছবির দর্শক সংখ্যা ছাড়িয়েছে ১৩ লক্ষ ৭ হাজার। সাথে রয়েছে ফ্যানেদের মন্তব্য। অনেকেই অনন্যার ছবি দেখে “বাহ” মন্তব্য করেছেন অনেকে আবার লিখেছেন দারুন লাগছে অভিনেত্রীকে। অভিনেত্রীর মা মাহিপ কাপুর (Maheep Kapoor) একটি প্রজাপতি ও একটি নীল রঙের হার্ট ইমোজি দিয়েছিলেন মন্তব্যে।
View this post on Instagram