• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

স্মোকিং হট ‘মা’ সিরিয়ালের ঝিলিক! বিছানা থেকে আবেদনময়ী চোখে ছবি, শেয়ার হতেই তোলপাড় নেটদুনিয়া

একসময় টেলিপাড়ায় দাপিয়ে বেরিয়েছে ‘মা’ সিরিয়াল (Serial)। আর জনপ্রিয় সিরিয়ালের মূল চরিত্র ছোট্ট ঝিলিক মানুষের মনের গভীরে দাগ কেটেছিল। সেদিনের ছোট্ট ঝিলিক আজ অনেক বড় হয়েছে, শৈশব পেরিয়ে আজ সে যুবতী। তাই তার সাজপোশাক হাব ভাবেও এসেছে আমূল পরিবর্তন। দেখলে চেনারই উপায় নেই সিরিয়ালের ছোট্ট ঝিলিককে। সিরিয়ালের ঝিলিকের আসল নাম তিথি বাসু (Tithi Basu)। কিন্তু এই নামে তাঁকে খুব কম জনই চেনে। তিথির থেকে ঝিলিক নামই বেশি জনপ্রিয়।

সিরিয়ালের মিষ্টি ঝিলিক এখন বোল্ড অবতারে ধরা দেন মাঝেমধ্যেই। শাড়ি হোক বা ওয়েস্টার্ন মাঝেমধ্যেই নানা অবতারে ধরা দেন তিনি। তবে তার এই সাজ ভালো চোখে দেখেননি নেটপাড়ার অনেকেই। কিছুদিন আগে তিথি সোশ্যাল মিডিয়াতে একটি শর্ট স্কার্ট, স্লিভলেস টপ ও পায়ে গোলাপি রঙের স্নিকার্স পরে ছবি পোস্ট করেন। এই ছবি শেয়ার করার পরেই সোশ্যাল মিডিয়াতে ট্রোল হতে শুরু করেন তিথি। অনেকে তার এই ছিবি দেখে তাকে ট্রান্সজেন্ডার বলে দেগেছেন। আবার অনেকে তাকে ফেমিনিন হাইজিন-এর পরামর্শ দিয়ে ছিলেন।

   

মা সিরিয়াল ঝিলিক Tithi Basu তিথি বাসু

ঝিলিক তথা তিথি বাসু মডেলিংয়ে   নিজের কেরিয়ার গড়তে চান। তাই নিজের পড়াশোনার পাশাপাশি চালিয়ে যাচ্ছে ফটোশুট থেকে মডেলিং। তিথি সোশ্যাল মিডিয়াতে বেশ সক্রিয় আর জনপ্রিয়ও বটে। ইতিমধ্যেই তিথিতে অনুগামীর সংখ্যা ছাড়িয়েছে ৮৩ হাজারেরও বেশি। মাঝে মধ্যেই নিজের ছবি শেয়ার করে মাতিয়ে রাখে অনুগামীদের। কিছু ছবিতে তো বোল্ডনেসের সীমা পেরিয়ে অনুগামীদের বুকে উষ্ণতার অনুভূতি জাগিয়ে তোলে তিথি বাসু।

মা সিরিয়াল ঝিলিক Tithi Basu তিথি বাসু

সম্প্রতি তিথি সোশ্যাল মিডিয়াতে নিজের একটি ছবি শেয়ার করেছে। ছবিতে বোল্ড লোককে দুরন্ত আবেদনময়ী লুকে দেখা যাচ্ছে তিথিকে। বেডরুমের বিছানায় পার্পল কালারের ওএনপিস ড্রেসে লাস্যময়ী রূপে  শুয়ে আছে তিথি। ছবিতে গাঢ় লাল লিপস্টিক আর আবেদনভরা চোখের চাহনি শীতের দিনেও ছড়িয়েছে উষ্ণতার পারদ। আর তিথির এই ছবি শেয়ার করার পর থেকেই ভাইরাল হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতে।

 

View this post on Instagram

 

A post shared by Tithi Basu (@c_h_i_r_p_s)

site