কথায় আছে বুদ্ধি থাকলেই উপায় হয়! একথা যুগে যুগে বহুবার প্রতিফলিত হয়েছে বারে বারে। শুধু শক্তির জোরে কখনোই সমস্ত কাজে সফল হওয়া যায় না। এই কারণেই বড় বড় পালোয়ানরা যেটা পারে না সেটা কিছু সাধারণ চেহারার বুদ্ধিমান লোকেরা করে দেহিয়া দেয়।
আমাদের চারপাশে এরোকম উদাহরণ রয়েছে বিস্তর। আর তাছাড়া আজকাল সোশ্যাল মিডিয়া আর ইন্টারনেটের যুগে হাজারো বুদ্ধির উদহারণ দেখা যায়। সোশ্যাল মিডিয়াতে রোজই হাজারো ভাইরাল ভিডিও (Viral Video) শেয়ার হয়। যার মধ্যে মানুষ থেকে শুরু করে পশু পাখি সকলেরই বুদ্ধির নিদর্শন দেখা যায়। কখনো মানুষ নিজের বুদ্ধির জেরে অসম্ভব কাজকে সম্ভব করে দিচ্ছে। তো কখনো আবার পশু পাখিরাও নিজেদের বুদ্ধির পরিচয় দেয় এই ভাইরাল ভিডিওগুলিতে।
সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভাইরাল ভিডিওতে একটি হরিণ (Deer) তার বুদ্ধির পরিচয় দিয়েছে। বুদ্ধির পরিচয় দিয়ে হরিণটি বনের হিংস্র সিংহকে (Lion) বোকা বানিয়ে দিয়েছে। শুধু তাই নয় সিংহের হাত থেকে নিজের প্রাণ রক্ষাও করেছে।
ভিডিওটিতে দেখা যাচ্ছে, হরিণটি জল খাবার উদ্দ্যশ্যে একটি জলাশয়ের কাছে এসেছে। সেখানে জল খাচ্ছিল হরিণটি, আর সেই সময় সেখানে এসে উপস্থিত হয় এক সিংহ। হরিণকে দেখেই শিকারের উদ্যেশ্যে ঝাঁপিয়ে পরে সিংহটি। কিন্তু বুদ্ধিমান হরিণটি তার বুদ্ধির পরিচয় দিয়ে প্রথমে একদিকে পালানোর ভঙ্গি করলেও সিংহটি সামনে এলেই উল্টোদিকে দৌড়ে পালায়। আর সিংহের হাত থেকে নিজেকে বাঁচিয়ে নেয়।