বাংলা সিরিয়াল (Serial) ‘খড়কুটোর’ অভিনেত্রী তৃনা সাহা (Trina Saha)। বর্তমানে সিরিয়াল আর সোশ্যাল মিডিয়ার দৌলতে বেশ ফেমাস তিনি। সিরিয়ালে যেমন চুটিয়ে অভিনয় করে দর্শকদের মন জিতে নিয়েছেন, তেমনি বাস্তবেই চুটিয়ে করছেন প্রেম। ‘খড়কুটো’ সিরিয়ালে মুখ গোমড়া সৌজন্যের সাথে বিয়ে হয়েছে গুঞ্জন ওরফে তৃনার। শশুড়বাড়ির প্রত্যেকের সাথে দারুন ভাবে মিশে গিয়েছে সিরিয়ালের গুনগুন। বিয়ের শুরু থেকে বৌভাত একেবারে জমজমাটি ভাবে কেটেছে।
তৃনা, সোশ্যাল লাইফে ভীষণ রকম অ্যাক্টিভ। প্রতিনিয়ত নিজের ছবি থেকে শুরু করে রিলের ভিডিও শেয়ার করেন অনুগামীদের সাথে। ভিডিওতে কখনো রোমান্স তো কখনো মিষ্টি প্রেমে খুঁনসুটি দেখা যায়। আবার মাঝে মধ্যেই সিরিয়ালের সেটে বা মেকাপ রুমে বাকি সহশিল্পীদের সাথে মেতে ওঠেন অভিনেত্রী। সেই সমস্ত ভিডিও সোশ্যাল মিডিয়াতে শেয়ার করলেই তা মুহূর্তে চরম ভাইরাল হয়ে পরে।
সম্প্রতি অভিনেত্রী তৃনা সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও শেয়ার করেছেন। ভিডিওতে সিরিয়ালে সদ্য বিবাহিতা তৃনা সাহাকে এক মাথা সিঁদুর নিয়েই দেখা যাচ্ছে পরনে রয়েছে একটি লাল রঙের শর্ট ওয়েস্টার্ন ড্রেস আর তার সাথে রয়েছে শীতের জ্যাকেট। আর সিঁথিতে সিঁদুর নিয়েই হিন্দি গান ‘রাধা’ তে মেতে উঠেছেন তৃনা সাহা। গানের সাথে তাল মিলিয়ে উদ্যম নাচতে নাচতে করেছেন ভিডিও। এই ভিডিও শেয়ার হতেই নিমেষে ভাইরাল হয়ে পড়েছে নেটপাড়ায়।
প্রসঙ্গত, সিরিয়ালে বিয়ে হয়ে গেলেও বাস্তবে কিন্তু বিয়েতে এখনো ঢের বাকি তৃনা সাহার। নাউন বছরেই দীর্ঘ দশ বছরের প্রেমিক নীল ভট্টাচার্যকে বিয়ে করতে চলেছেন তৃনা। আর বিয়ের জন্য প্রস্তুতি পর্বও শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। এখন অপেক্ষা নীল তৃনার চার হাত এক হবার।
View this post on Instagram