• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

রানু মন্ডলের সাথে বিয়ের পিঁড়িতে করণ জোহর! মিম ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল নেটপাড়ায়

রানু মন্ডল (Ranu Mondal), নামটা এখন অনেকেই বা হয়তো সকলেই কম বেশি জানেন। রানাঘাটের স্টেশন থেকে সোজা মুম্বাইয়ে পৌঁছে গিয়েছিলেন রানু মন্ডল। তবে যাত্রাটা খুব যে সহজ ছিল তা কিন্তু নয়! রানাঘাট স্টেশনে গান শুনিয়ে ভিক্ষা করতেন রানু মন্ডল।এরই মধ্যে রাস্তার একপথচারীর দারুন ভালো লেগে যায় রানু মন্ডলের গান আর তা ভিডিও করে শেয়ার করে দেন সোশ্যাল মিডিয়াতে।

Ranu Mondal রানু মন্ডল

   

সেই ভিডিও মুহূর্তের মধ্যে ভাইরাল (Viral Video) হয়ে পড়লে ভাগ্য ফিরে যায় রানাঘাটের রানু মন্ডলের। বিখ্যাত গায়ক হিমেশ রেশমিয়া (Himesh Reshammya) তাকে গান গাওয়ার সুযোগ দেন। এরপর হিমেশ রেস্মিয়ার সাথে ‘তেরি মেরি কাহানি’ ডুয়েট গান গাইতে দেখা যায় রানু মণ্ডলকে। নিজের গানের জেরে বিশাল খ্যাতি অর্জন করেন রানু মন্ডল।

কিন্তু, সেই খ্যাতি বেশিদিন থাকেনি। নিজের অহংকারেই পতন হয় রানু মন্ডলের। হটাৎ হটাৎই বেফাঁস মন্তব্য করে বসতেন অহংকারের বসে, যার ফলে রানাঘাটের রানু মণ্ডলকে মুম্বাই গিয়েও ফিরে আসতে হয় সেই রানাঘাটেই। সোশ্যাল মিডিয়াতে রানু মণ্ডলকে নিয়ে শুরু হয় ব্যাপক ট্রোলিং। এরপর যেমন হটাৎ করে তীব্র গতিতে দিয়ে  ওপরে উঠেছিলেন, তেমনি তড়তড়িয়ে নেমে এসেছেন নিচে।

Ranu Maodal weds karan johar রানু মন্ডল করণ জোহর

সম্প্রতি রানু মণ্ডলকে নিয়ে আবার একটি ট্রোল ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। ভাইরাল ভিডিওতে বলিউডের পরিচালক করণ জোহরের সাথে বিয়ের পিঁড়িতে বসতে দেখা যাচ্ছে রানু মণ্ডলকে। ভিডিওতে ব্যাকগ্রউন্ডে রয়েছে বিয়ের সানাই। আর এই ভিডিও দেখেই হাসরি রোল উঠেছে নেটপাড়ায়।

site