• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

এক পায়েই দুর্দান্ত নাচ! যুবতীর ইচ্ছাশক্তির কাছে বাকরুদ্ধ বিচারকরাও, তুমুল ভাইরাল ভিডিও

Published on:

Viral Video ভাইরাল ভিডিও Girl dancing with one leg

কথায় আছে মানুষ চাইলে কি না পারে! অর্থাৎ যদি মনের মধ্যে ইচ্ছা থাকে তাহলে কোনো কাজই অসম্ভব নয়। সোশ্যাল মিডিয়াতে আজকাল প্রচুর ভাইরাল ভিডিও (viral Video) শেয়ার হয়। এই ভাইরাল ভিডিওতে এই নীতিকথাটা সত্যি হতে বা এর বাস্তব উদাহরণের দেখা মেলে বার বার। এমন অনেক মানুষ আছেন যাদের হয়তো কোনোকিছুরই অভাব নেই অথচ সেভাবে জীবনে কিছুই করতে পারেন না তাঁরা। অন্যদিকে কিছু এমন মানুষও  রয়েছেন যারা হাজারো প্রতিবন্ধকতা সমস্যা এলেও নিজেদের প্রতিভা ধরে রাখেন। আর এই প্রতিভাই একদিন তাদের পরিচিতি এনে দেয়।

সারা পৃথিবীতে এমন অনেক উদাহরণ রয়েছে যারা আর পাঁচটা সাধারণ মানুষের থেকে অনেকটাই আলাদা। কিন্তু সাধারণ মানুষদের থেকে অনেক বেশি সাফল্য অর্জন করেছেন তাঁরা। শুধু মাত্র ইচ্ছাশক্তির জোরেই সম্ভব হয়েছে এই সাফল্য অর্জন। সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে এরকমই একটি ভিডিও ভাইরাল হয়ে পড়েছে। ভিডিওটি যদিও বেশ পুরোনো, তবে ভিডিওতে যেটা দেখানো হয়েছে তা কোনোদিন পুরোনো হবে না।

ভিডিওতে দেখা যাচ্ছে ‘ইন্ডিয়া গট ট্যালেন্ট (India got Talent)’ নামক একটি রিয়ালিটি ট্যালেন্ট শো এর মঞ্চ। শোতে সারা ভারত থেকে প্রতিযোগীরা এসে নিজেদের প্রতিভার প্রদর্শন করেন। আর বহু প্রতিযোগীদের ভিড়ে একটি মেয়ের নাচ দেখে রীতিমত বাকরুদ্ধ শোএর বিচারকেরা। কারণ মেয়েটির একটি পা নেই, কিন্তু তার জন্য কোনো প্রভাবই পড়েনি তাঁর নাচে। এক পায়েই দুর্দান্ত নেচে রীতিমত তাকে লাগিয়ে দিয়েছেন ওই মহিলা। শোতে উপস্থিত বিচারকেরা এই পারফর্মেন্স দেখে মুগ্ধ ও বাকরুদ্ধ হয়ে পড়েছিলেন।

Viral Video ভাইরাল ভিডিও Girl dancing with one leg

বিচারকদের মধ্যে উপস্থিত ছিলেন করণ জোহর, কিরণ খের ও মালাইকা অরোরার মত ব্যক্তিত্ব। মেয়েটির অদম্য ইচ্ছাশক্তির প্রদর্শন দেখে তাকে কুর্নিশ জানিয়েছেন করণ জোহর। আর এই অসাধারণ নাচের ভিডিওটি ব্যাপক ভাইরাল হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥