আজকাল ছোট থেকে বড় সকলেই স্মার্টফোনে বুদ হয়ে থাকেন। আর স্মার্টফোনের সবথেকে বেশি আকর্ষণের বিষয় হল সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়াতে প্রতিদিন হাজারো ভাইরাল ভিডিও ( Viral Video) দেখা যায়। হাসি মজার থেকে শুরু করে আজব সমস্ত কান্ড কারখানা যা দেখতে দেখতে দিন কেটে যায়। কখনো মানুষের অসাধারণ সমস্ত প্রতিভা তো কখনো পশু পাখিদের কীর্তিকলাপ। এছাড়াও মাঝে মধ্যেই অসাধারণ সমস্ত প্রতিভার ভিডিও ভাইরাল হয়ে পরে। কখনো খুদে শিল্পীদের অসাধারণ প্রতিভা তো কখনো কেউ আবার মুখ দিয়েই বিভিন্ন পশু পাখির আওয়াজ করছেন।
সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে এক খুদে মেয়ের দারুন প্রতিভা দেখা গিয়েছে। কথায় আছে সাঁতার হল সবথেকে ভালো ব্যায়াম। কেউ যদি সাঁতারের অভ্যাস রাখে তাহলে শারীরচর্চার কাজ করে সাঁতার। তাই অনেক মা বাবারাই আজকাল ছোট থেকেই ছেলে মেয়ের সাঁতারের ভর্তি করেন। তবে বেশিরভাগ লোকেই ছেলে মেয়ের কমপক্ষে ৫-৭ বছর বয়স হলে তবেই সাঁতারের জন্য ভর্তি করেন। কিন্তু ভাইরাল ভিডিওতে খুদে এক মেয়েকে দেখা যাচ্ছে।
ভিডিওতে একেবারে প্রশিক্ষিতদের মত, জলের মধ্যে ডুবে সাঁতার কাটতে দেখা যাচ্ছে এই খুদে মেয়েকে। যেখানে অনেক পূর্ন বয়স্ক লোকেরা নিশ্বাস চেপে ডুব সাঁতার তো দূরের কথা! এমনি সাঁতার পর্যন্ত কাটতে পারেন না। সেখানে এই খুদে মেয়ের সাঁতারের ভিডিও দেখে অবাক হবার পাশাপাশি মুগ্ধ নেটিজেনরা। শেয়ার হবার পর থেকেই ব্যাপক ভাইরাল হয়ে পড়েছে এই ভিডিও। আর ভিডিও দেখে ছোট্ট মেয়ের সাঁতারের প্রশংসায় পঞ্চ মুখ নেটপাড়া।