• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

জানুন সোশ্যাল মিডিয়াতে বিদ্যুতের গতিতে ভাইরাল হওয়া দম্পতির আসল সত্যি!

সোশ্যাল মিডিয়াতে প্রচুর ভাইরাল ভিডিও থেকে শুরু করে ভাইরাল ছবি (Viral Photo) রয়েছে। তাদের মধ্যে কিছু ভিডিও এমন হয় যা মানুষের একটু বেশিই পছন্দ হয়ে যায়। তা সে যে কোনো কারণেই হতে পারে। কখনো ভালো জিনিস তো কখনো ট্রোলিং করে বানানো কোনো মিম ব্যাপক ভাইরাল হয়ে পরে সোশ্যাল মিডিয়াতে।

টম ইমাম মিষ্টি ইমাম ভাইরাল ছবি tom imam misti imam viral photo on facebook

   

সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে কিছু ছবি ব্যাপক ভাইরাল হয়েছিল। ভাইরাল এই ছবিগুলিতে এক বয়স্ক ব্যক্তির সাথে একসুন্দরী রমণীর বিবাহ বার্ষিকীর। আর এই ছবি গুলি দেখেই সোশ্যাল মিডিয়া মাধ্যম গুলিতে শুরু হয়েছিল ব্যাপক ট্রোলিং। এবার খোঁজ মিলল ভাইরাল হওয়া এই দম্পতির।

টম ইমাম মিষ্টি ইমাম ভাইরাল ছবি tom imam misti imam viral photo on facebook

যেমনটা জানা যাচ্ছে মূলত সোশ্যাল মিডিয়া মাধ্যম ফেসবুকে (Facebook) ভাইরাল হওয়া এই ছবির ব্যক্তি হলেন টম ইমাম (Tom Imam) ও মহিলা হলেন মিষ্টি ইমাম (Misty Imam)। দুজনেই বাংলাদেশ থেকে আমেরিকার বাসিন্দায় পরিণত হয়েছেন। মিষ্টি নিজের বিবাহ বার্ষিকীর কিছু ছবি শেয়ার করেছিলেন ফেসবুকে। আর  তার সেই বিবাহ বার্ষিকীর ছবি নিয়েই চলছে ট্রোলিং। বয়স প্রচুর হলেও তিনি অল্পবয়সী এক মেয়েকে বিয়ে করেছেন আর তার সাথে বিবাহ বার্ষিকী পালন করছেন। এই নিয়েই যত ট্রোলিং।

টম ইমাম মিষ্টি ইমাম ভাইরাল ছবি tom imam misti imam viral photo on facebook

কিন্তু আসল সত্যি তা কি এটাই! নাকি কাহিনী তা একটু অন্যরকম। তাহলে জেনে নিন, আগেই বলেছি টম হলেন একজন বাংলাদেশী। তবে তার প্রথম স্ত্রী ছিলেন আমেরিকান তাই সেই সূত্রে তিনি আমেরিকাতেই থাকেন। টমের প্রথম স্ত্রী দীর্ঘ ১০ বছর ধরে অসুখে ভোগার পরে ২০১১ সালে মারা যান। প্রথম স্ত্রী মারা যাবার পর সন্তানদের নিয়েই দীর্ঘ জীবন কাটাচ্ছিলেন তিনি। তবে দীর্ঘ সময় পরে আবার বিয়ে করেন তিনি। আর দ্বিতীয় বার বিয়ে করেন বাংলাদেশেরই এক মহিলা মিষ্টিকে।

টম ইমাম মিষ্টি ইমাম ভাইরাল ছবি tom imam misti imam viral photo on facebook

বর্তমানে টম ও মিষ্টি দুজনেই আমেরিকাতেই রয়েছেন। আর দ্বিতীয় স্ত্রী মিষ্টি টমের থেকে বয়সে অনেকটাই ছোট। এবছর টম ও মিষ্টির বিবাহ বার্ষিকী ছিল আর সেই ছবিই সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে ব্যাপক ট্রোলিং এর সম্মুখীন হতে হচ্ছে দুজনকেই। টম এ বিষয়ে জানিয়েছেন গত কিছুদিন ধরেই দেখছি আমাদের ছবি শেয়ার করে ব্যাপক ট্রোলিং করা হচ্ছে। তবে টমের মতে, ‘ভালোবাসার কোনো বয়স হয় না। আর আমি আমার প্রথম স্ত্রীকে যথেষ্ট ভালোবাসি ও শ্রদ্ধা করি। আশা করি আপনারাও সেটা বুঝবেন’।

site