বয়সের কোনোদিনই ধারধারেন নি শ্রীলেখা মিত্র (Sreelekha mitra)। এই বয়সেও তার দৃপ্ততা, ব্যক্তিত্ব, অভিনয়, ঠোঁটকাটা স্বভাব সবকিছুই চর্চার বিষয়। বয়স বাড়লেও তিনি একফোঁটাও বাড়তে দেননা তার মনের বয়স। অকপট স্পষ্ট কথা স্পষ্ট ভাবে মুখের উপর বলার জন্য একাধিকবার সমালোচিতও হয়েছেন তিনি। কিন্তু কোনোকিছুই দমিয়ে রাখতে পারেনি শ্রীলেখা মিত্রকে।
কখনো মেয়ের জন্মদিনে ‘টুম্পা’গানে উত্তাল নাচ তো কখনো জিমে গিয়ে বয়স কমানোর চেষ্টা, এসব ছেলেমানুষী করতেই দেখা যায় তাকে। আদরের মেয়ে আর অনেকগুলি পোষ্য নিয়েই সংসার শ্রীলেখার। তাদের নিয়েই দিন কেটে যায় অভিনেত্রীর। ১৭ বছর আগে পরিচালক শিলাদিত্য সান্যালের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন তিনি। কিন্তু সেই দাম্পত্য সুখের না হওয়ায় স্বভাবতই তাদের বিবাহ বিচ্ছেদ হয়। এরপর মেয়েকে নিয়েই রয়েছেন শ্রীলেখা মিত্র।
শ্রীলেখা মিত্র তার সাহসী স্বভাব বজায় রেখেছেন। তেমনি বজায় রয়েছে অভিনেত্রীর অকপট সত্যি কথা বলা। আসলে কে কী বলল, তা নিয়ে মোটেও মাথা ঘামান না অভিনেত্রী। কাজ নিয়েই ব্যস্ত থাকেন, তবে অভিনেত্রীকে নিয়ে বহুবার নানান অশ্লীল কথা উঠলে অভিনেত্রী বলেছেন, ‘এই বয়সেও অনেকেই নাকি আমার কথা ভেবে ফ্যান্টাসিতে পৌঁছায়! এতো গর্বের কথা!’
সম্প্রতি অভিনেত্রী তার সোশ্যাল মিডিয়াতে নিজের একটি ছবি শেয়ার করেছেন। আর ছবিতে জিমের পোশাকে নিজে চেহারার গ্লো প্রকাশ করেছেন অভিনেত্রী। তবে, জিমের পোশাকে স্পষ্ট দেখা যাচ্ছে অভিনেত্রী শ্রীলেখার ক্লিভেজ। আর সেটা বেশ ভালোই জানেন অভিনেত্রী। তাই তো ছবিটি ক্যাপশনে লিখেছেন, ‘আগে চোখে হারিয়ে যান, ক্লিভেজ দেখার জন্য হাতে অনেক সুন্দর সময় রয়েছে’। ছবিতে এই ক্যাপশন দিয়ে শ্রীলেখা মিত্র আবারো প্রমান করে দিলেন যে অকপট সত্যি কথা বলতে তিনি পিছপা নন।