• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

কলিযুগের শাহজাহান! বিবাহবার্ষিকীতে বৌ এর জন্য চাঁদ কিনে আনলেন স্বামী

কথায় আছে টাকা মাটি, মাটি টাকা! একথাটা যে কতটা সঠিক তা আজকাল জমির দাম দেখলেই বোঝা যায়। যত দিন যাচ্ছে ততই বেড়ে চলেছে বাসযোগ্য জমির দাম। বসতবাড়ি করার জন্য জমি কিনতেই নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের। কিন্তু কখনো ভেবেছেন কি চাঁদে জমি (land on moon) কিনার কথা? শুনে অবাক হলেন বুঝি! তাহলে শুনুন এই মহাশয়ের কীর্তি।

গল্পে শাহজাহানের প্রেম কাহিনীতো অনেকেই শুনেছেন। স্ত্রী মমতাজকে খুবই ভালোবাসতেন সম্রাট শাহজাহান। স্ত্রী মারা যাবার পর স্ত্রীর প্রতি তার ভালোবাসাকে ওমর করে রাখার জন্য তাজমহল বানিয়েছিলেন তিনি। কিন্তু বর্তমানে যা অবস্থা অতটা জমি কেনা তো দুরস্ত খুঁজে পাওয়ায় মুশকিল। কিন্তু স্ত্রী তো আর ফেলনা নয়। এবার স্ত্রীকে খুশি করতে দেখা মিলল কলি যুগের শাহজাহানের।

   

Man bought land on moon চাঁদে জমি কেনা

না কোনো গল্প কথা নয়! সত্যি সত্যি এ যেন কলি যুগের শাহজাহান। স্ত্রীকে খুশি করতে ও স্ত্রীর প্রতি ভালোবাসা বোঝাতে একেবারে চাঁদকে নিয়ে এলেন হাতের মুঠোয়। হ্যা ঠিকই শুনেছেন, চাঁদকে নিয়ে এসেছেন হাতের মুঠোয়। আসলে ঘটনাটি রাজস্থানে। সেখানে ধর্মেন্দ্র নামের এক ব্যক্তি বিবাহ বার্ষিকী (marriage anniversary) উপলক্ষে স্ত্রীর নাম চাঁদে জমি কিনলেন। কমসম নয় একেবারে তিন একর জমি কিনলেন চাঁদে, আর নিজের অষ্টম বিবাহ বার্ষিকীতে তা উপহার দিলেন স্ত্রীকে।

Man bought land on moon চাঁদে জমি কেনা

সকল স্ত্রীদেরই সাধ থাকে যে বিবাহ বার্ষিকীতে সোনার গয়না, বাড়ি গাড়ি এসমস্ত নেবার। কিন্তু রাজস্থানের ধর্মেন্দ্র একটু আলাদাভাবে উপহার দিতে চেয়েছিলেন স্ত্রীকে। আর তাই একেবারে চাঁদে জমি কিনে এনে হাজির করলেন স্ত্রীর কাছে।

site