• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বিয়ের আগেই হানিমুন! বরফের দেশে ঘনিষ্ট অঙ্কুশ-ঐন্দ্রিলা জুটি

বছরের শেষের দিকে টলিউডে যেন খুশির খবরের জোয়ার এসেছে। একেরপর এক ভালো খবর আসছে, এই যেমন ধরুন আগামী বছরে বিয়ে করতে চলেছেন চলচিত্র অভিনেতা অঙ্কুশ হাজরা (Ankush Hazra) ও ঐন্দ্রিলা সেন (Oindrila Sen)। আর টলিউডের এই লাভ বার্ডসদের বিয়ের খবর শুনে উচ্ছসিত নেটিজেনরা। আসলে টলিউডের এই সেলেব্রিটি কাপল নিজেদের সম্পর্ক বেশ প্রকাশ্যেই রেখেছেন। কোনো লুকোছাপা তেমন ছিল না।

oindrila sen ঐন্দ্রিলা সেন

   

সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বাস্তবে প্রায়শই একত্রে দেখা যেত অঙ্কুশ-ঐন্দ্রিলা জুটিকে। সোশ্যাল মিডিয়াতে দুজনেই বেশ সক্রিয়। প্রায়শই নিজেদের ছবি ও ভিডিও শেয়ার করেন সেখানে। আর ছবি শেয়ার করে মাতিয়ে রাখেন নিজেদের অনুগামীদের। দীর্ঘদিন ধরেই প্রেম করছেন অঙ্কুশ হাজরা ও ঐন্দ্রিলা সেন। অবশেষে হাজারো খুঁনসুটি আর মজার পরে বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন এই সেলেব্রিটি কাপল।

ankush hazra oindrila sen অঙ্কুশ হাজরা ঐন্দ্রিলা সেন

সম্প্রতি ঐন্দ্রিলা সোশ্যাল মিডিয়াতে কিছু ছবি শেয়ার করেছেন। ছবি দেখে বোঝাই যাচ্ছে বরফের দেশে ঘুরতে গিয়েছেন অভিনেত্রী ঐন্দ্রিলা। আর সাথে গিয়েছে অভিনেতা অঙ্কুশ হাজরাও। হিমাচল প্রদেশে (himachal pradesh) এই মুহূর্তে ছুটি কাটাচ্ছে অঙ্কুশ ও ঐন্দ্রিলা জুটি। সেখান থেকে কিছু ছবি ও একটি ভিডিও শেয়ার করেছেন ঐন্দ্রিলা। ছবি থেকে শুরু করে ভিডিও সব কিছুই ভাইরাল হয়ে পড়েছে নেটপাড়ায়।

 

View this post on Instagram

 

A post shared by Oindrila Sen (@love_oindrila)

ছবিতে অঙ্কুশকে জড়িয়ে ধরে থাকতে দেখতে পাওয়া যাচ্ছে ঐন্দ্রিলাকে। অর্থাৎ বছরের শেষ দিনগুলো বরফের দেশে কাটাতে চান দুজনে। কিন্তু এই ছবি আর ভিডিও দেখে বর্তমানে নেটিজনদের মনে শুরু হয়েছে প্রশ্নের। তবে কি বিয়ের আগেই প্রি হানিমুনে গিয়েছে অঙ্কুশ-ঐন্দ্রিলা জুটি!

ankush hazra oindrila sen অঙ্কুশ হাজরা ঐন্দ্রিলা সেন

site