টলিউডের (Tollywood) এভারগ্রিন অভিনেত্রী রচনা ব্যানার্জী (Rachana Banerjee)। বয়স যেন থমকে গিয়েছে অভিনেত্রীর, ৪৬ বছরেও অমলিন সৌন্দর্য। সেই নব্বইয়ের দশক থেকে শুরু করে একেরপর এক সুপার হিট ছবি দিয়েছেন অভিনেত্রী। মিঠুন থেকে শুরু করে প্রসেনজিৎ টলিউডের সমস্ত নামি তারকাদের সাথে করেছেন অভিনয়। সিনেমার পর্দায় রচনা ব্যানার্জীর অভিনয় আজও মনে আছে দর্শকদের। এদিকে বিগত এক দশকের বেশি সময় ধরে বাঙালির ঘরে ঘরে পৌঁছেছেন রচনা ব্যানার্জী। সৌজন্যে দিদি নং ১, বিকাল হলেই বাঙালিদের এন্টারটেইনমেন্টের ঠিকানা এই শো।
রচনা ব্যানার্জী সোশ্যাল মিডিয়াতে বেশ সক্রিয়। প্রতিনিয়ত নিজের ছবি থেকে শুরু করে ভিডিও শেয়ার করেন তার বিপুল সংখ্যক অনুগামীদের সাথে। সোশ্যাল মিডিয়াতে বেশ জনপ্রিয় অভিনেত্রী, কখনো ছুটির দিনে লাল পরী সেজে তো আবার কখনো দুর্দান্ত কোমর দুলিয়ে নেচে মাতিয়ে দেন অনুগামীদের মন। এই তো বড় দিনে ছেলের সাথে ক্রিসমাস সেলেব্রেটি করে শেয়ার করেছিলেন ছবি। সাথে ‘তেরি মেরি’ গানে নাচে মেতে উঠেছিলেন অভিনেত্রী। সেই ভিডিও শেয়ার করেছিলেন সোশ্যাল মিডিয়াতে।
সম্প্রতি অভিনেত্রী আরো একটি ভিডিও শেয়ার করেছেন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ইনস্টাগ্রামে। ভিডিওতে ডিজাইনার টপ আর টাইট জিন্স পরে দুর্দান্ত কোমর দুলিয়েছেন অভিনেত্রী। ভিডিওতে শীতের রাজ্যে আগুন পোহাতে পোহাতেই শরীরী হিল্লোল তুলেছেন অভিনেত্রী। ‘হায় গরমি (Haye Garmi)’ গানে দুর্দান্ত কোমর দোলানো তো রয়েছেই সাথে আবেদন ময়ী অঙ্গিভঙ্গি। বলতে গেলে একপ্রকার শীতের রাতে উষ্ণতার পারদ ছড়িয়ে দিলেন অভিনেত্রী।
View this post on Instagram
রচনা ব্যানার্জীর এই তুমুল নাচের ভিডিও শেয়ার করা মাত্রই ভাইরাল হয়ে পড়েছে নেটপাড়ায়। ভিডিও শেয়ার করতেই ৯ হাজারেরও বেশি দর্শক হয়ে গিয়েছে ভিডিওতে। সাথে প্রচুর নেটিজেনরা মন্তব্য করেছেন ভিডিওতে। এক নেটিজেন মন্তব্য করেছেন, ‘সত্যি গরম লাগছে’।