জি বাংলার (Zee bangla) সিরিয়াল ‘কৃষ্ণকলি’র (Krishnakoli) জনপ্রিয়তা ক্রমেই বেড়ে চলেছে। বর্তমানে ‘কৃষ্ণকলি’ সিরিয়ালে শ্যামার বর নিখিলের চরিত্রে অভিনয় করছেন অভিনেতা নীল ভট্টাচার্য (Neel Bhattacharya)। সিরিয়ালে দুর্দান্ত অভিনয়ের জেরে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন অভিনেতা নীল ভট্টাচার্য। অন্যদিকে সিরিয়ালে শ্যামার বর হলেও বাস্তবে কিন্তু নীল ভট্টাচার্যের মনের মানুষ হলেন খড়কুটো সিরিয়ালের গুনগুন তথা অভিনেত্রী তৃনা সাহা (Trina Saha)।
বাস্তবে নীল তৃনার প্রেম একেবারে জমে উঠেছে। প্রায়শই দুজনে একসাথে ছবি থেকে শুরু করে ভিডিও শেয়ার করেন। অভিনয়ে বেশ পারদর্শিতা এলেও কিশোরদের মত ভিডিও বানাতে অভ্যস্ত দুজনেই। এদিকে অভিনেতার ফ্যান ফলোয়িং প্রচুর। টিকটক ব্যান হওয়ার পর থেকেই প্রায় একইরকম ফিচার নিয়ে হাজির হয় ইনস্টাগ্রাম রিল। আর তারপর থেকেই রিলে নীলের একের পর এক ভিডিও ভাইরাল হতে থাকে।
সম্প্রতি দুটি ভিডিও শেয়ার করেছে নীল ভট্টাচার্য। এই ভিডিওতে কৃষ্ণকলির তারকাদের সাথে নতুন সিরিয়াল অপরাজিতার তারকাদের একসাথে দেখা গিয়েছে। ভিডিওতে সকলে একত্রিত হয়ে তুমুল নাচতে শুরু করেছেন। সাথে ব্যাকগ্রাউন্ডে রয়েছে ‘হরে রাম হরে রাম, হরে কৃষ্ণ হরে রাম’ গান।