আজকাল সোশ্যাল মিডিয়াতে কতশত ভিডিওই তো ভাইরাল (Viral Video) হচ্ছে। কিছু মজার তো কিছু আজব সমস্ত ঘটনার। ভাইরাল এই ভিডিওগুলিতে কত কিছুই না থাকে দেখার মত। এই যেমন কখনো অসাধারণ গান গেয়ে তাক লাগিয়ে দেয় খুদে, তো আবার কখনো খালি গলাতেই দারুন গান গেয়ে শোনায় বয়স্ক কেউ একজন। বন্য পশুপাখিদের কার্যকলাপ ও ভাইরাল হয় মাঝে মধ্যেই।
সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। এই ভাইরাল ভিডিও দেখে সবার আগেই যে কথাটা মাথায় আসে তা হল, ‘শেখার না আছে কোনো শেষ আর না আছে কোনো বয়স’। আসলে ভিডিওতে এক বিদেশী ইংরেজ সাহেবের মত যুবককে দেখা যাচ্ছে। এই ইংরেজ যুবক হলেন আসলে হলিউডের অভিনেতা রবার্ট হফম্যান (Robert Hoffman)। মুম্বাইতে এসেছিলেন তিনি আর সেই সময় মুম্বাইয়ের বাসিন্দা ছোট্ট মেয়ে মালিশ খারওয়ার সাথে পরিচয় হয় তাঁর।
কিভাবে হল পরিচয়? আর কেনই বা হল? আসলে রবার্টকে মালিশ হিন্দি শেখানোর চেষ্টা করছিল। হলিউড হিরো রবার্টকে হিন্দিতে কথা বলার জন্য অনুরোধ করে মালিশা। রবার্ট ‘আমার ফোন খারাপ হয়ে গিয়েছে’ এই কথাটি হিন্দিতে বলার চেষ্টা করছিলেন। কিন্তু বারবারই ভুল বলে ফেলছিলেন তিনি। আর তাঁর এই ভুল হিন্দি বলা নিয়েই হেসে লুটোপুটি মালিশা। রবার্টকে সে ঠিক থাকে হিন্দি শেখানোর চেষ্টা করছিল। এই সুন্দর মুহূর্তের ভিডিওটি শেয়ার করে মালিশা।
মালিশার এই ভিডিও শেয়ার করার পর ধীরে ধীরে ভাইরাল হয়ে পরে। মালিশ আজ একজন ইউটিউবার ও মডেল। সেই যে ভাইরাল হল মালিশা তারপর থেকে তার জীবন ধীরে ধীরে বদলে গেছে। আসলে ফ্রেবুয়ারী মাসে একটি মিউজিক ভিডিও শুটের জন্য মুম্বাইয়ে এসেছিলেন রবার্ট হফম্যান। তখনই এই ঘটনাটি ঘটে ও ভাইরাল হয়ে পরে সোশ্যাল মিডিয়াতে।
View this post on Instagram