• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

গরীবের ভগবান! ফাস্টফুডের দোকানে হাজির হয়ে নিজের হাতে ফ্রাইড রাইস বানিয়ে খেলেন সোনু সুদ

এবার ‘লক্ষ্মী সোনু সুদ ফাস্ট ফুড সেন্টার’ (Laxmi Sonu Sood Fast Food Centre)-এ স্বয়ং হাজির হলেন সোনু সুদ (Sonu sood)।রবিনহুড’ বললেও কিছু ভুল হয়না অভিনেতা সোনু সুদ-কে। সেই করোনাকাল থেকে একাধিকবার দুর্গতদের ত্রাতার ভূমিকায় দেখা গেছে বিখ্যাত বলিউড তথা দক্ষিণী অভিনেতা সোনু সুদকে।

কখনও পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরানো, তো কখনও আবার স্মার্টফোনের জন্য পড়াশোনা বন্ধ হতে বসা ছাত্রীদের দায়িত্ব নেওয়া, দরিদ্র পরিবারকে ইরিক্সা দিয়ে তাদের পাকাপাকি রোজগারের ব্যবস্থা করে দেওয়ার মত– একের পর এক মানবিক পদক্ষেপ নিয়ে সোনু সুদ ভারতের জনগণের কাছে এখন কার্যতই ‘সুপার হিরো’। নিজের ভাল কাজের জন্য ঘরে বাইরে তুমুল ভাবে প্রশংসা আর আশীর্বাদ কুড়িয়েছেন সোনু সুদ ৷

   

সোনু সুদ (hydrabad) এখন গরীবের ভগবান। কেউ কেউ নিজের দোকানের নাম রাখছেন সোনুর নামে, কেউবা রাখছেন নিজের সন্তানের নাম রাখছেন ‘মহীশা’ সোনুর নামে৷

হায়দরাবাদে এমনই এক ভক্তের ফাস্টফুডের (Fast food) দোকানে পৌঁছে সকলে চমকে দিলেন সোনু৷ বড়দিনে সেই দোকানে গিয়ে সোনু নিজের হাতে রাঁধলেন ফ্রায়েড রাইস (fried rice) আর চিকেন মাঞ্চুরিয়ান। সকলকে খাইয়ে নিজেও খেলেন সেই খাবার।

https://twitter.com/FcSonuSood/status/1342594948772757504?ref

বড়দিনে যেন গরীব অনিলের (Anil) দোকানে নিজেই উপহার হয়ে হাজির হয়েছিলেন সোনু সুদ৷ সোনু সুদকে দেখে আবেগে ভেসে গিয়েছিলেন অনিল। আসলে এই খাবারের দোকানের নাম ছিল ‘লক্ষ্মী সোনু সুদ ফাস্ট ফুড সেন্টার’, নিজের নামে দোকান সেখানেই স্বয়ং হাজির হন সোনু।

site