‘কৃষ্ণকলি’ সিরিয়ালের নায়ক নীল ভট্টাচার্য (Neel Bhattacharya) টলিউডের (Tollywood) বেশ জনপ্রিয় মুখ। সিরিয়ালের শ্যামার বর নিখিলের চরিত্রে অভিনয় করছেন নীল। দুর্দান্ত অভিনয়ের জেরে নীল ভট্টাচার্য সিরিয়াল অভিনেতাদের মধ্যে বেশ পপুলার। সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয় অভিনেতা। প্রতিনিয়ত বিভিন্ন ছবি ও ভিডিও পোস্ট করে অনুরাগীদের মন রাখেন তিনি। বড়দিন বা ক্রিসমাসেও ব্যতিক্রম হয়নি তার।
নীল ভট্টাচার্য (Neel Bhattacharya) বর্তমানে বাংলা সিরিয়ালেরই অভিনেত্রী তৃনা সাহা (Trina Saha) এর সাথে প্রেম করছেন। আর সোশ্যাল মিডিয়াতে তৃনার সাথে মাঝে মধ্যেই ছবি ও ভিডিও শেয়ার করেন নীল। যা শেয়ার করার পর ভাইরাল হতে দেরি লাগে না। এবার বড়দিন ও ক্রিসমাস উপলক্ষে সান্তা সেজে হাজির হয়েছেন নীল ভট্টাচার্য। এক্কেবারে সাঁতার মত লাল ড্রেস, মাথায় টুপি এক মুখ দাড়ি আর পিঠে গিফ্টের ঝুলি নিয়ে হাজির অভিনেতা।
আসলে ছবিটা এবছরের নয়, এটি একটি পুরোনো ছবি। ছবিতে অভিনেতার পিছনেই দেখা যাচ্ছে সাজানো ক্রিসমাস ট্রি। এই ছবি শেয়ার করে নীল ভট্টাচার্য ক্যাপশনে লিখেছেন, ‘ কারোর জন্য গুপ্ত সান্তা ক্লজ হও, আর খুশি ছড়িয়ে দাও’। অভিনেতার এই সান্তা সাজের ছবি শেয়ার করার পর থেকেই ধীরে ধীরে তা ভাইরাল হয়ে পড়েছেই সোশ্যাল মিডিয়াতে। সাথে অনেকেই ছবিতে লাইক করে কমেন্টে ‘মেরি ক্রিসমাস’ বলে শুভেচ্ছা জানিয়েছেন।