পাগলে কি না বলে ছাগলে কি না খায়! এ কথা তো প্রায় প্রত্যেকেই শুনেছেন। তবে ছাগলের জ্বালায় নাজেহাল শুনেছেন কখনো? শোনেননি তো? তাহলে আজ শুধু শোনাবোই না দেখাবোও বটে। আসলে এক নয় একদল ছাগলের কারখানার এক কীর্তির ভিডিও এখন ভাইরাল ভিডিও (Viral Video) তে পরিণত হয়েছে। না দেখলে হয়তো বিশ্বাসই করতেন না।
আজকাল সোশ্যাল মিডিয়ায় হাজারো ভাইরাল ভিডিও(Viral Video) এর ভিড়ে কতশত আজব কাণ্ড কারখানার দেখা মেলে। কখনো মানুষের তো কখনো পশু পাখির কার্য কলাপ দেখবার মত হয়। এবার সোশ্যাল মিডিয়াতে কিছু ছাগলের ভিডিও ভাইরাল হয়ে পড়েছে। ভিডিওটি আসলে একটি সিসিটিভি ফুটেজ।
ভাইরাল ভিডিও (Viral Video) টিতে দেখা যাচ্ছে কিছু ছাগল ও একটি ভেড়াকে। যারা শহরের রাস্তায় এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। আর শহরের মানুষদের রীতিমত ভয় দেখিয়ে বেড়াচ্ছে এই ছাগল ও ভেড়ার দল। লোকজন দেখলেই তেড়ে গুতাতে এগিয়ে যাচ্ছে ভেড়া ও ছাগলগুলি। আর অমন এক দল পশুদের তেড়ে আসতে দেখলে স্বাভাবিকভাবেই যে কেউ ভয় পেয়ে যাবে। হচ্ছেও তাই! শহরের যত্রতত্র ভয় দেখিয়ে বেড়াচ্ছে এই পশুর দল।
ভাইরাল এই ভিডিওটি আসলে তুরস্কের। তুরস্কের নেভসেহির অঞ্চলের ভিডিও এটি। নেভসেহির পৌরসভার অফিসিয়াল টুইটের অ্যাকাউন্টে এই ভিডিওটি শেয়ার করা হয়েছে। ভিডিওতে দেখা যাচ্চে সাধারণ পথচলতি মানুষ থেকে শুরু করে শহরের সুরক্ষার জন্য নিযুক্ত নিরাপত্তাকর্মীদের তাড়া করছে এই ছাগল ও ভেড়া। আর ছাগলের এমন কাণ্ড কারখানার ভিডিও শেয়ার করার পর থেকে ধীরে ধীরে ভাইরাল হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতে।
1 koyun,1 keçi, 3 kuzu tarafından esir alınmış bulunmaktayız…. pic.twitter.com/hZWmMMj9U8
— Nevşehir Belediyesi (@nevsehir_bel) December 14, 2020