টলিউড (Tollywood) এর মধ্যে একের পর এক বিয়ের ফুল ফুটছে। ‘সাত ভাই চম্পা’ (Saat bhai champa) সিরিয়ালের ‘পারুল’ ওরফে প্রমিতা চক্রবর্তী (Pramita Chakraborty) ও অভিনেতা রুদ্রজিৎ মুখার্জি (Rudrajit Mukherjee) কে নিয়েও বেশ চর্চা চলেছে। দুজনে একে অপরের প্রেমে পড়েছেন। অবশ্য একথা গোপন নেই বরং নিজেদের সম্পর্কের কথা প্রকাশ্যে এনেছেন দুজনেই। আগামী বছর বিয়ে করার সিধান নিয়েছেন এই দুই অভিনেতা অভিনেত্রী।
অভিনেত্রী সোশ্যাল মিডিয়াতে বেশ সক্রিয়। প্রায়শই ছবি ও ভিডিও শেয়ার করেন আর নিজের অনুগামীদের মাতিয়ে রাখেন প্রমিতা চক্রবর্তী (Pramita Chakraborty)। অভিনেত্রীর অনুগামীদের জেরে শেয়ার করা ছবি ও ভিডিও ভাইরাল হতেও বেশি সময় লাগে না। এই যেমন লক্ষী পূজায় রুদ্রাজিতের বাড়িতে দুজনের ছবি শেয়ার করা মাত্রই ভাইরাল হয়ে পড়েছিল। আবার অভিনেত্রী হটাৎই নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে লাল বেনারসি, সোনার গহনা, মাথা ভর্তি সিঁদূর, আর কপালে চন্দন পরে ছবি শেয়ার করেছেন প্রমিতা চক্রবর্তী। বিয়ের সাজে প্রমিতার এই ছবি ব্যাপক ভাইরাল হয়ে পরে।
এমনকি অভিনেত্রীকে বিয়ের কণের সাজে দেখে অনেকের মনেই প্রশ্ন জাগে তাহলে কি চুপি চুপি বিয়ে করে ফেললেন অভিনেত্রী! সম্প্রতি অভিনেত্রী একটি ভিডিও শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়াতে। যাতে রোমান্টিক গানে একেঅপরের সাথে চরম ঘনিষ্ঠতায় মত্ত রয়েছেন রুদ্রজিৎ মুখার্জী ও প্রমিতা চক্রবর্তী (Pramita Chakraborty)। আর দুজনের এই প্রেমময় ঘনিষ্ঠতার ভিডিও ভাইরাল হয়ে পড়েছে নেটপাড়ায়। ভিডিওটি শেয়ার করার মাত্র দু ঘন্টার মধ্যেই কয়েক হাজার ভিউ হয়ে গিয়েছে ভিডিওতে।
View this post on Instagram