জল দিয়ে চলছে গাড়ি! শুনে বিশ্বাস হচ্ছে না তাই না। এও আবার হয় নাকি! অবশ্য সায়েন্স ফিকশন গল্পে জল দিয়ে গাড়ি চালানো সম্ভব। তবে, এবার কোনো গল্প নয় সত্যি সত্যি জল দিয়ে চলছে চার চাকা গাড়ি। এবার এমনি এক ভাইরাল ভিডিও (Viral Video) ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতে। যা দেখে চোখ কপালে উঠেছে অনেকেরই।
সোশ্যাল মিডিয়াতে রোজই অনেক ভিডিও ভাইরাল (Viral Video) হয়। ট্রেডের মধ্যে কিছু ভিডিও এমন থাকে যা দেখে চিন্তায় পরে যেতে হয়। এবার সোশ্যাল মিডিয়াতে একটি ভাইরাল ভিডিও (Viral Video) দেখে এরকমই চিন্তায় পড়ে গিয়েছে নেটিজেনরা। আসলে ভিডিওতে দেখানো হয়েছে পেট্রোল বা ডিজেল নয় শুধু মাত্র জল দিয়েই চলছে গাড়ি। তাও আবার যে সে গাড়ি নয় একেবারে চার চাকা গাড়ি। দূর থেকে দেখলে বোঝাই মুশকিল যে গাড়িটি জল দিয়ে চলছে।
জল দিয়ে চলা এই গাড়িটির আবিষ্কর্তা হলেন এক ভারতীয়। মধ্যপ্রদেশের এক ব্যক্তির চমৎকার এই আবিষ্কারে পেট্রল ডিজেলের থেকে অর্ধেক খরচে চালানো যাবে গাড়ি। জল আর ক্যালসিয়াম কার্বনেটের বিক্রিয়ায় উৎপন্ন এসিটিলিন গ্যাসকে কাজে লাগিয়েই এই জল দিয়ে চলা গাড়ির ইঞ্জিন বানিয়েছেন ওই ব্যক্তি। শুধুমাত্র ইঞ্জিনটিকে চালু করতেই ১.৫ বছর সময় লেগেছিল ওই ব্যক্তির। তিনি নিজের মারুতি ৮০০ গাড়িটিকেই জল দিয়ে চলা গাড়িতে রূপান্তরিত করেছেন।
এই আবিষ্কারের জন্য দেশ বিদেশের বহু নামিদামি কোম্পানির তরফ থেকে তার কাছে ডাক এসেছে। অনেকেই তার এই আবিষ্কারকে মোটা টাকার বিনিময়ে কিনে নিতে চেয়েছেন। কিন্তু ওই ব্যক্তি এতে রাজি হননি। তিনি মেক ইন ইন্ডিয়াতে উদ্বুদ্ধ হয়ে গাড়িটি ভারতের কাছেই রেখেছেন বিদেশী কোম্পানির কোটি কোটি টাকার অফার ছেড়ে দিয়ে।