ইন্টারনেট আর সোশ্যাল মিডিয়ার যুগে আজ ছোট থেকে বড় সকলেই ব্যস্ত মোবাইল নিয়ে। সোশ্যাল মিডিয়াতে রোজ হাজারো ভাইরাল ভিডিও (Viral Video) শেয়ার হয় যা দেখতে বেশ পছন্দ করেন সকলেই। এই সমস্ত ভাইরাল ভিডিওগুলিতে নানান ধরণের জিনিস দেখতে পাওয়া যায়। কখনো ভাইরাল ভিডিও দেখে হাসি পায় তো কখনো আবার আজব সমস্ত ভিডিও দেখা যায় এই ভাইরাল ভিডিও গুলিতে।
সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও ভাইরাল (Viral Video) হয়েছে যা দেখে অবাক হয়েছেন নেটিজেনরা। সাধারণ মানুষের যাতায়াতের মূল মাধ্যম হল ট্রেন। ট্রেনে যাতায়াতে আমরা সকলেই কম বেশি অভ্যস্ত। ট্রেনে উঠা নামার জন্য বারবার কিছু সতর্কতা মেনে চলতে বলা হয়। যেমন চলন্ত ট্রেনে উঠা নাম করবেন না, চলন্ত ট্রেন থেকে বাইরে উঁকি মারবেন না। কিন্তু কে কার শোনে! কিছু মানুষকে যত বারণ করা হয় ততই সেই কাজের প্রতি আকর্ষণ বেড়ে যায়।
ট্রেনে যাতায়াতের সময় প্রায়ই দৌড়ে দৌড়ে ট্রেন ধরার দৃশ্য ও চলন্ত ট্রেন থেকে মাথা ও দেহ বার করে হাওয়া খাওয়ার দৃশ্য চোখে পড়ে। কিন্তু এবার যা ঘটল তা খানিকটা অবিশ্বাস্য ও ভয়ানক। ভিডিওতে দেখা যাচ্ছে চলন্ত ট্রেন থেকে লাফ দিয়ে নেমে পড়ল দুই যুবতী। নেমে দিব্যি দৌড় দিলে রেল লাইন ধরেই। বোঝাই যাচ্ছে হয়তো টিকিট না কেটেই যাতায়াত করছিলেন। তাই স্টেশন আসার আগেই ট্রেনের গতি একটু কমতেই লাফ মেরে নেমে পড়েছেন দুজনে।
এমন সাংঘাতিক ঘটনা দেখে রীতিমত অবাক হয়েছেন নেটিজেনরা। ইতিমধ্যেই ৪৪ হাজারেরও বেশি মানুষ এই ভাইরাল ভিডিওটি (Viral Video) দেখেছেন। অনেকেই মন্তব্য করেছেন কি দরকার এই ভাবে কিছু টাকা বাঁচানোর জন্য জীবনের ঝুঁকি নিয়ে ট্রেন থেকে লাফ দিয়ে নামার।