আজকাল সোশ্যাল মিডিয়া হায়েক উঠেছে ভাইরাল ভিডিও (Viral Video) এর খাজনা। রোজ হাজারো ভিডিও ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়াতে। কেউ দুর্দান্ত গান গাইছে তো কেউ দুর্দান্ত নাচ দেখাচ্ছে। সম্প্রতি এক ছোট্ট খুদের গলায় মহম্মদ রফির গান শুনে মুগ্ধ নেটপাড়া। আসলে সোশ্যাল মিডিয়া আজকাল এমনি একটা ভাইরাল প্লাটফর্ম হয়ে উঠেছে যেখানে প্রতিদিনই নতুন নতুন সুপ্ত প্রতিভার সামনে আসছে। আর প্রতিভার এই ভিডিওগুলি শেয়ার করা মাত্রই ভাইরাল ভিডিও হিসাবে ছড়িয়ে পড়ছে বিশ্বের কোনায় কোনায়।
এবার এক ভাইরাল ভিডিওতে এক খুদে শিল্পীর দেখা মিলেছে। এক ছোট্ট ছেলের গলায় দারুন গান শোনা গেছে এই ভাইরা ভিডিও তে। ভিডিওতে বিখ্যাত গায়ক মহম্মদ রফির গান ‘পুকারতা চালা হু মে’ গানটি গাইতে দেখাক যাচ্ছে ওই খুদেকে। মাইক হাতে দারুন গান গেয়েছে এই খুদে যা শুনে রীতিমত মুগ্ধ হয়ে গিয়েছে নেটিজেনরা।
মহম্মদ রফি তার দীর্ঘ ৩৫ বছরের সংগীত জীবনে অসংখ্য গান উপহার দিয়েছেন মানুষকে। আর সেই মহম্মদ রফির গাওয়া গান কি সুন্দর গাইছে এই খুদে ছেলে। তার গান মন্ত্রমুগ্ধের মত শুনেছে সকলে। তাই শেয়ার করার পর থেকে ধীরে ধীরে বেড়েই চলেছে ভিউ। আর ভিডিওটি বর্তমানে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল ভিডিও (Viral Video) হয়ে পড়েছে। ইতিমধ্যেই ভিডিওটিতে ২২ হাজারেরও বেশি দর্শক হয়ে গিয়েছে। দর্শকের অনেকেই খুদের গান শুনে তার গানের গলার প্রশংসা করেছেন।