বাংলা সিরিয়ালের (Serial) শঙ্খ আর মোহর (Shankha Mohar) এই নাম দুটো বেশ পরিচিত। কারণ মোহর (Mohar) সিরিয়ালের জনপ্রিয়তা প্রচুর। বাঙালিদের ঘরে ঘরে সন্ধ্যা নামলেই সকলেই চলে আসেন টিভি পর্দার সামনে। সেখানে মোহর সিরিয়াল শুরুর জন্য অপেক্ষা করেন দর্শকেরা। সিরিয়ালে মোহরের বিয়ের জন্য হাজারো সংগ্রামের মধ্যে যেতে হয়েছে। তবে, শেষমেশ বাবা মা ও পরিবারের সকলের সম্মতিতে হয়েছে বিয়ে। বিয়েতে লাল বেনারসি আর গা ভর্তি গয়নায় বিয়ের কনে হিসাবে দারুন লাগছিলো মোহরকে।
বিয়ের শেষ এবার ফুলশয্যার পালা। সম্প্রতি মোহর সিরিয়ালে চলছে শঙ্খ ও মোহরের ফুলশয্যা। ফুলশয্যার ঘনিষ্ট মুহূর্তের কিছু ছবি বর্তমানে বেশ ভাইরাল হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতে। ছবিতে দেখা যাচ্ছে একেঅপরকে জড়িয়ে ধরে ঘনিষ্ট অবস্থায় রয়েছে দুজনে। শঙ্খকে ভালোবাসা দিয়ে ভরিয়ে দিচ্ছে মোহর, শঙ্খকে চুম্বন করতে দেখা যাচ্ছে মোহরকে।
সিরিয়ালের গল্পে প্রথমে মন্দিরে মোহরকে বিয়ে করেছিল শঙ্খ। ধীরে ধীরে সেই সম্পর্কে আস্তে শুরু করে নানান বাঁধা। মন্দিরে বিয়ে সারলেও জেঠুমনির অনুরোধ ফেলতে পারেনি মোহর। সিদ্ধান্ত নিয়েছিল ভালোবাসার মানুষ শঙ্খের জীবন থেকে সরে যাবার।
শেষমেশ এত বাঁধা ঝড় ঝাপ্টার পর দুজনের ভালোবাসা এক হল। আর এখন চলছে ফুলশয্যার পালা। তাই ষ্টার জলসার মোহর সিরিয়াল এখন ব্যাপক জনপ্রিয়। তবে এই উত্তেজনা আজ থেকে নয়। সিরিয়ালে দুর্দান্ত অভিনয়ের জেরে বেশ কিছুদিন আগে থেকেই সিরিয়ালের মোহর আর শঙ্খ এর ভালোবাসার কাহিনী মনে দাগ কেটেছে বাঙালি দর্শকদের। তাই বিয়ের আগে পর্ব থেকে শুরু করে ফুলশয্যা দেখার জন্য উদগ্রীব হয়ে ছিলেন দর্শকেরা।