• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

Reliance Jio কে টেক্কা দিয়ে ২৫১ টাকার ওয়ার্ক ফ্রম হোম প্ল্যান লঞ্চ করল BSNL

Reliance Jio আর Bsnl দুটি টেলিকম কোম্পানিই বাজারে নিজেদের জায়গা ধরে রাখার জন্য লড়াই করছে। প্রতিযোগিতার বাজারে নিত্য নতুন প্ল্যান আর সস্তায় বেশি সুযোগ সুবিধা দিয়ে গ্রাহকদের আকৃষ্ট করার চেষ্টা করে চলেছে উওয়েই। আনলিমিটেড কলিং থেকে শুরু করে বেশি ডেটা আর হাই স্পিড ইন্টারনেট নিয়ে চলছে গ্রাহক টানার যুদ্ধ। তবে, এবার রিলায়েন্স জিও এর প্লানকে টেক্কা দিয়ে বিএসএনএল (Bsnl) আনল একটি দারুন প্ল্যান।

আসলে করোনা মহামারীর সময় থেকেই ওয়ার্ক ফ্রম হোমের চাহিদা বেড়ে গিয়েছে কয়েক গুন। যার ফলে বহু কোম্পানির  কর্মচারীদের বাড়ি থেকেই কাজ করতে হচ্ছে। এর জন্য ডেটার চাহিদা বেড়েছে বিপুল পরিমাণে। আর রিলায়েন্স জিওর (Reliance Jio) ওয়ার্ক ফ্রম ডেটা প্ল্যানকে ২৫১ টেক্কা দিয়ে বিএসএনএল (Bsnl)নিয়ে তার ডেটা প্ল্যান ২৫১। নতুন এই প্ল্যানে  জিও এর থেকে অনেক বেশি ডেটা অফার করছে বিএসএনএল।

   

BSNL Reliance Jio work from home data plan 251 বিএসএনএল রিলায়েন্স জিও

রিলায়েন্স জিওর ২৫১ ডেটা প্ল্যানে মোট ৫০ জিবি ডেটা পাওয়া যায়। সাথে এই ডেটার বৈধতা থাকে ২৮ দিনের জন্য। একই ভাবে বিএসএনএল ২৫১ ডেটা  প্ল্যানের ক্ষেত্রেও ২৮ দিনের বৈধতা পাওয়া যাবে। কিন্তু এক্ষেত্রে ডেটার পরিমান বাড়িয়ে করা হয়েছে ৭০ জিবি। যেটা রিলায়েন্স জিওর তুলনায়  ২০ জিবি বেশি।

যাদের সারাদিন অনলাইন থেকে কাজ করতে হয় ও অনেক বেশি ডেটার প্রয়োজন হয় সেক্ষেত্রে বিএসএনএল একটি দুর্দান্ত চয়েস হতে পারে। তবে, মনে রাখেন দরকার রিলায়েন্স জিও ফোরজি পরিষেবা দিলেও বিএসএনএল এর ক্ষেত্রে থ্রীজি পরিষেবা পাওয়া যাবে। যার ফলে ইন্টারনেট স্পিড হয়তো খানিকটা কমই মিলবে রিলায়েন্স জিওর তুলনায়। তবে যাদের মূলত বেশি ডেটা নিয়ে প্রয়োজন তাদের ক্ষেত্রে এই প্ল্যানটি একটি  দুর্দান্ত চয়েস হবে।

site