• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মন খারাপ শাহরুখ কন্যা সুহানা খানের, সোশ্যাল মিডিয়াতে শেয়ার করলেন দুঃখের কথা

Published on:

Suhana Khan shahrukh khan সুহানা খান

সুহানা খান (Suhana Khan), বলিউডের (Bollywood) বাদশা শাহরুখ খানের (Shahrukh Khan) কন্যা তিনি। সম্প্রতি দুঃখী রয়েছেন সুহানা খান, সে বিশ্বাস করে ভারতেরও একটি ডিসনি প্রিন্সেস থাকা দরকার। আর এই দাবি নিয়েই নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ইনস্টাগ্রামে একটি মিম শেয়ার করেছেন সুহানা।

বি টাউনের ষ্টার কিড সুহানা খান, যদিও তিনি যথেষ্ট সুন্দর ও বাবা শাহরুখের সূত্রে সকলেই তাকে চেনে। তাও ভারতে কোনো ডিসনি রাজকন্যা নেই বলে দুঃখ প্রকাশ করেই মিম শেয়ার করেছে সুহানা। সুহানা নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে এই মিমটি শেয়ার করেছে। মিমটিতে ডিসনি প্রিন্সেস জাসমিনকে দেখা যাচ্ছে দুঃখী মুখ নিয়ে। ঠিক জাসমিনের পাশেই লেখা রয়েছে  ‘@ডিসনি, একটা ইন্ডিয়ান প্রিন্সেস তৈরী করুন।

Suhana Khan shahrukh khan সুহানা খান

সুহানা খান বর্তমানে ইন্টারনেট সেনসেশনে পরিণত হয়েছেন। বলিউডে পা না রাখলেও ইতিমধ্যেই সুহানার ফ্যান ফলোইং ব্যাপক। সুহানার শেয়ার করা ছবি থেকে শুরু করে ভিডিও সবই ভাইরাল হয়ে পরে খুবই অল্প সময়ের মধ্যেই। সম্প্রতি সুহানা তার কিছু ছবি শেয়ার করেছিলেন যা ব্যাপক ভাইরাল হয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়াতে।

প্রসঙ্গত, এবছরের শুরুতে শাহরুখ কন্যা সুহানা খান তার গায়ের রং এর কারণে অনেক ট্রোল ও কটূক্তি করা হয়েছিল। বলা হয়েচিল সুহানার বাবা ফেয়ার অ্যান্ড লাভলী কোম্পানির বিজ্ঞাপন দেন অথচ তার নিজের মেয়ের গায়ের রং কালো! এই নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছিল সোশ্যাল মিডিয়াতে। এই ঘটনার প্রেক্ষিতে সুহানা নেটিজেনদের যোগ্য জবাবও দিয়েছিলেন। সুহানা বলেছিলেন যে হ্যা তিনি হয়তো অতটা ফর্সা নন, তবে সুহানা কোনো দিন হতেও চাননা।

 

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥