বাংলা সিরিয়ালের (Serial) অভিনেত্রী তৃনা সাহা (Trina Saha)। তৃনা সাহা সিরিয়াল হোক আর বাস্তব দুদিকেই বেশ মজায় দিন কাটাচ্ছেন, আর নিজের দুর্দান্ত অভিনয় দিয়ে দর্শকদের মন জয় করে নিচ্ছেন। বর্তমানে বাংলা সিরিয়াল খড়কুটোতে অভিনয় করছেন অভিনেত্রী তৃনা। সিরিয়ালে সবে মাত্র বিয়ে মিটেছে তৃনার, কিন্তু বিয়ের পরেই একি! ফুলশয্যার রাতে টকটকে লাল লেহেঙ্গা পরেই উদম নাচে মেতে উঠেছেন অভিনেত্রী।
মাথায় সিঁদুর, হাতে শাখাপলা, কপালের চন্দন থেকে শুরু করে টিকলি কিছুই খোলা হয়নি। এরমধ্যেই নাচে মেতে উঠেছেন সিরিয়ালের সদ্য বিবাহিতা তৃনা ওরফে গুনগুন। সিরিয়ালের দুরন্ত তৃনা সোশ্যাল মিডিয়াতেও বেশ প্রানোচ্ছল ও সক্রিয়। প্রতিদিনই কিছু না কিছু শেয়ার করেন অভিনেত্রী। তার ছবি থেকে শুরু করে নানান ভিডিও দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন অনুগামীরা।
কিছুদিন আগে ভাইরাল গান ‘টুম্পা সোনা’ তাই নেচেছিলেন তৃনা। এছাড়াও সম্প্রতি বান্ধবীদের সাথে বাথথ্রব পরেই তুমুল নাচে মেতে উঠেছিলেন অভিনেত্রী। যা তিনি রেকর্ড করে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছিলেন। এবার অভিনেত্রী আরেকটি ভিডিও শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়াতে। যেখানে ফুলসজ্জ্যার রাতেই অভিনেত্রীকে নাচতে দেখা যাচ্ছে। ভিডিওতে অভিনেত্রীর গায়ে রয়েছে লাল টুকটুকে বেনারসী, গলায় রয়েছে বিয়ের হার।
View this post on Instagram