• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

চলছে Xiaomi No 1 Mi Fan Sale, স্মার্টফোন থেকে শুরু করে টিভি ল্যাপটপে রয়েছে ব্যাপক ছাড়

স্মার্টফোনের দুনিয়াতে বেশ নাম করেছে Xiaomi। বছরের কিছু বিশেষ সময়ে অনলাইন পোর্টাল ফ্লিপকার্ট অ্যামাজন সেল দিয়ে থাকে। সেলের সময় নরমাল সময়ের থেকে অনেক বেশি ছাড় পাওয়া যায় বিভিন্ন পণ্যের ওপর। সামনেই বড়দিন অর্থাৎ ক্রিসমাস। আর প্রতিবছরই এই সময় Xiaomi তার প্রোডাক্টের ওপর সেল দিয়ে থাকে। সেই মত গত ১৮ই ডিসেম্বর থেকে শুরু হয়ে গিয়েছে Xiaomi -এর No. 1 Mi Fan Sale চলবে ২২শে ডিসেম্বর পর্যন্ত।

Xiaomi No 1 Mi Fan Sale এর এই পাঁচ দিনের সেলে স্মার্ট ফোন থেকে শুরু করে স্মার্ট টিভি, ল্যাপটপ, স্মার্ট ব্যান্ড, পাওয়ার ব্যাঙ্ক আরো অনেক রেডমি প্রোডাক্টে  থাকছে আকর্ষণীয় ছাড়। জেনে নিন এই সেলেও মধ্যে উপলব্ধ প্রোডাক্টগুলির সন্মন্ধে।

   

প্রথমেই আসা যাক স্মার্টফোনের কথায়, আজকাল বাজেট স্মার্টফোনের জন্য সকলেই অপেক্ষা করে থাকেন। আর Mi এর ফোন মানেই হট কেক। Mi এর যে কোনো নতুন ফোন লঞ্চ হবার পর থেকেই চাহিদা থাকে তুঙ্গে। আর Xiaomi No 1 Mi Fan Sale এ এই স্মার্টফোনগুলির ওপর পাওয়া যায় অতিরিক্ত ছাড়। এবছরের সেলে Redmi Note 9, Redmi 9 এবং Mi 10 সিরিজের স্মার্টফোনগুলিতে রয়েছে আকর্ষণীয় ছাড়। ১০০০ টাকা থেকে শুরু করে ৮০০০ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে স্মার্টফোনে। আসুন দেখে নেওয়া যাক সেলে স্মার্ট ফোনের দামের তালিকাঃ

Redmi Note 9 Pro পাওয়া যাবে ১৩,৯৯৯ টাকায়।

Redmi Note 9 Pro Max পাওয়া যাবে ১৬,৯৯৯ টাকায়।

Redmi 9 Prime পাওয়া যাবে ৯,৯৯৯ টাকায়।

Redmi 9i & Redmi 9A পাওয়া যাবে ৬,৯৯৯ টাকায়।

Mi 10 T পাওয়া যাবে ৩৫,৯৯৯ টাকায়।

Mi 10 T Pro পাওয়া যাবে ৩৯,৯৯৯ টাকায়।

এছাড়াও ট্রিমার থেকে শুরু করে স্মার্ট বালব, স্মার্ট ব্যান্ডেও রয়েছে দুর্দান্য ছাড়। সাথে Mi Notebook 14 ও Mi Notebook Horizon এও পাওয়া যাবে ৮০০০-৯০০০ টাকা পর্যন্ত ছাড়।

site