• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বরুন থেকে বরুনা ধাওয়ান,পুরুষ জীবন ছেড়ে নারীতে পরিণত হলেন ডেভিডপুত্র

Published on:

বলিউডের (Bollywood) অভিনেতা বরুন ধাওয়ান (Varun Dhawan)। সম্প্রতি অভিনেত্রী সারা আলী খানের (Sara Ali Khan) সাথে ‘কুলি নং ১ (Coolie No. 1) ‘ ছবিতে অভিনয় করেছেন বরুন। নব্বই এর দশকের জনপ্রিয় ছবি কুলি নং ১ এর রিমেক এই ছবিটি। সেসময় গোবিন্দা ও করিশ্মা কাপুর অভিনয় করেছিলেন ছবিতে পরিচালনা করেছিলেন বরুন ধাওয়ানের বাবা ডেভিড ধাওয়ান। সেই সিনেমারই রিমেকে কাজ করছেন বরুন, আর এবারেও পরিচালক হিসাবে রয়েছেন ডেভিড ধাওয়ান। নতুন ছবিটি আগামী ২৫শে ডিসেম্বর অনলাইন ওটিটি প্লাটফর্ম আমাজন প্রাইমে লঞ্চ করছে।

ছবি মুক্তি পাবার আগে ছবির প্রচারের জন্য জোরকদমে কাজ চালাচ্ছেন বরুন সারা। সম্প্রতি ছবির ট্রেলার ও গান লঞ্চ করেছে। ট্রেলারের  একটি দৃশ্যে বরুন ও সারার জলের তলায় চুম্বনের দৃশ্য রীতিমত হইচই ফেলে দিয়েছিল। এরপর একটি গান ও তারপর ছবির শুটিং এর কিছু মুহূর্তে প্রকাশ পেয়েছে। আর শুটিংয়ের যে মুহূর্ত প্রকাশ পেয়েছে সোশ্যাল মিডিয়াতে তা বর্তমানে ব্যাপক ভাইরাল হয়ে পড়েছে। কারণ ছবি রিলিজের আগেই দর্শকদের রীতিমত চমকে দিয়েছেন বরুন ধাওয়ান।

ভিডিওতে পুরুষ থেকে মহিলাতে পরিণত হচ্ছেন বরুন ধাওয়ান। হসপিটালের নার্সের মত সেজেছেন বরুন। ঠোঁটে লিপস্টিক, মেয়েদের চুল আর মেয়েদের ড্রেস পরে একেবারে মেয়ে সেজে চমকে দিয়েছেন। পাশে রয়েছেন অভিনেত্রী সারা আলী খান, যিনি বলছেন বরুন ধাওয়ান থেকে বরুনা ধাওয়ানে পরিণত হয়েছেন অভিনেতা। আর বরুন থেকে বরুনা অর্থাৎ পুরুষ থেকে মহিলা হয়ে ওঠার এই ভিডিও শেয়ার হওয়া মাত্রই ব্যাপক ভাইরাল হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতে।

আসলে, ১৯৯৫ এর ছবি কুলি নং ১ এ গোবিন্দাও একবার মেয়ের রূপ নিয়েছিলেন। আর সেই ছবিরই যেহেতু রিমেক তাই ছবির জন্য মেয়ে সাজতে হয়েছে বরুন ধাওয়ানকে। সারা আলী খান এই  মজার ভিডিওটি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়াতে। সাথে ক্যাপশনে লিখেছেন ‘দেখে নিন সবচাইতে হট নার্সকে, বরুনা ধাওয়ান’। আর বরুন ধাওয়ানের এই ট্রান্সফর্মাশনের ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল নেটপাড়ায়।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥