বাঙালি অভিনেতা মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। তবে, বাঙালি অভিনেতা বললে হয়তো ভুল বলা হবে কারণ বাংলা ছবি থেকে শুরু করে হিন্দি ছবি সবেতেই সমান ভাবে নিজের অভিনয়ের পারদর্শিতার নিদর্শন রেখেছেন মিঠুন। সে বাঙালির ফাটাকেষ্টই হোক আর প্রথম ডিস্কো ড্যান্সার! অভিনেতা মিঠুন বাঙালির হৃদয়ে ছিলেন আছেন থাকবেন। মিঠুন চক্রবর্তীর পর তার ছেলে মহাক্ষয় চক্রবর্তীও অভিনয়ে পা রেখেছিলেন কিন্তু সেভাবে সফল হননি।
মহাক্ষয় চক্রবর্তীর স্ত্রী তথা মিঠুন চক্রবর্তীর পুত্রবধূ হলেন অভিনেত্রী মাদালসা শর্মা (Madalsa Sharma)। মহাক্ষয় না পারলেও হিন্দি সিরিয়ালের জগতে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন অভিনেত্রী মাদালসা। শশুরমশাই অর্থাৎ মিঠুন চক্রবর্তীর সাথে বেশ ভাব তার প্রায়শই সোশ্যাল মিডিয়াতে পুত্রবধূ মাদালসার সাথে দেখা যায় মিঠুন চক্রবর্তীকে। অভিনেত্রী মাদালসা কিন্তু সোশ্যাল মিডিয়াতে বেশ সক্রিয়। প্রতিনিয়ত নিজের ও নিজের কাজের ছবি থেকে শুরু করে ভিডিও শেয়ার করেন সোশ্যাল মিডিয়াতে।
সম্প্রতি একটি ভিডিও শেয়ার করেছেন মাদালসা। ভিডিওতে অভিনেত্রীকে সাকিরার একটি ইংলিশ গানে উদ্যম নাচতে দেখা গেছে। ভিডিওতে বাড়ির সকলের ভঙ্গিমায় করে দেখিয়েছেন অভিনেত্রী। ভিডিওতে লিখেছেন এটি বাড়ির পার্টিতে তার প্রথম নাচ। সাথে ভিডিওর ক্যাপশনে মাদালসা প্রশ্ন করেছেন ‘তোমাদের সাথে কখনো এধরণের ঘটনা ঘটেছে?’ অভিনেত্রীর এই ভিডিও শেয়ার হবার পর ধীরে ধীরে ভাইরাল হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতে।
View this post on Instagram