• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘ম্যায় হু না’ স্টাইলে সাইফের সাথে হয়েছিল প্রথম দেখা, প্রেমের স্মৃতি শেয়ার করলেন কারিনা কাপুর

Published on:

বলিউড (Bollywood) অভিনেত্রী কারিনা কাপুর (Kareena Kapoor), অভিনেতা সাইফ আলী খানের (Saif Ali Khan) পত্নী তিনি। বর্তমানে ৭ মাসের অন্তঃসত্ত্বা অভিনেত্রী দ্বিতীয়বার মা হতে চলেছেন। অভিনেত্রীর একাধিক বেবি বাম্পের ছবি প্রকাশ্যে এসেছে। আর প্রকাশ্যে আসা মাত্রই ভাইরাল হয়ে পড়েছে অভিনেত্রীর বেবি বাম্পের ছবি। শুধু যে বেবি বাম্প তা নয়, প্রেগনেন্সি গ্লো ঝরে পড়ছে অভিনেত্রীর চেহারাতেও। মা হবার সময় সর্বদা অভিনেত্রীর  পাশে আছেন স্বামী সাইফ আলী খান।

বলিউডের সেলেব দম্পতিদের  মধ্যে সাইফ কারিনা জুটি বেশ পলুপার। কিন্তু জানেন কি কিভাবে হয়েছিল এক পলুপার সেলেব দম্পতির প্রথম দেখা! এবার সেই প্রথম দেখার কথাই শেয়ার করলেন অভিনেত্রী কারিনা কাপুর। সম্প্রতি একটি সাক্ষাৎকারে সাইফ আলী খানের সাথে নিজের প্রথম আলাপের ঘটনা প্রকাশ্যে শেয়ার করেছেন কারিনা।

বলিউড অভিনেতা বরুন ধাওয়ানের সাথে একটি রেডিও শোতে কারিনা বলেন, সাইফের সাথে দেখা হওয়াটা ছিল একেবারে ছবির রোমান্টিক দৃশ্যের মত। নিজেদের প্রথম দেখার কথা মনে করলে হিন্দি ছবির একটি রোমান্টিক দৃশ্যের কথা  মাথায় আসে কারিনার। কারিনা যখন চোখে চোখে দেখা হওয়া থেকে শুরু করে, হাওয়ায় চুল ওরা ও সাথে রোমান্টিক গানের কথা বলেন বরুণকে। তখন বরুন বলেন, ‘আমার মনে হয়না যে মেয়েরা এতটা ফিল্মি ছিল! তবে হ্যাঁ একটা হিন্দি ছবির সিন আমার মাথায় আসছে’।

বরুনের এই কথা শুনে কারিনাও একমত হন। কারিনা বলেন, ‘সাইফকে দেখে আমার মনেও সেইরকমই অনুভূতি হয়েছিল। এই অনুভুতিটা অবশ্য আমার মনেই হয়েছিল, কারণ সাইফের মাথায় এসব ছিল না। কারিনা বলেন সাইফ হল একজন হলিউড প্রেমী। সাইফের সাথে দেখার হবার মুহূর্তে নিজেকে ‘মে হু না’ ছবির সুস্মিতা সেনের মত হওয়াতে শাড়ি ওড়ানোর দৃশ্যে কল্পনা করেছিলেন অভিনেত্রী। কারিনা এও বলেন যে ‘তাশন’ ছবির শুটিংয়ের সময়ই সাইফ ও কারিনা একেঅপরের প্রেমে পড়েন। এরপর ২০১২ এর অক্টোবর মাসের ১৬ তারিখে  বিয়ে করেন দুজনে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥