বলিউডের (Bollywood) বিখ্যাত চলচ্চিত্র প্রযোজক করণ জোহর (Karan Johar)। বলিউডে মাদক তদন্ত করছে এনসিবি (NCB)। এবার মাদক তদন্তে এনসিবি নোটিশ জারি করেছে করণ জোহরকে। আসলে ২০১৯ সালের জুলাই মাসে করণ জোহর নিজের বাড়িতে একটিই পার্টির আয়োজন করেছিলেন। সেই পার্টিতে উপস্থিত ছিলেন বলিউডের এক ঝাঁক প্রথম সারির তারকারা। রণবীর কাপুর, শাহিদ কাপুর থেকে শুরু করে মালাইকা অরোরা, অর্জুন কাপুর ও ভিকি কৌশলের (Viki Kaushal) মত বলিউড সেলিব্রিটিরা সেই পার্টিতে গিয়েছিলেন।
মূলত আনন্দ ফুর্তির জন্যই পার্টির আয়োজন হয়। এক্ষেত্রেও হয়তো তাই হয়েছিল কিন্তু পার্টিই এখন কাল হয়ে দাঁড়িয়েছে। সেই পার্টির একটি ভিডিও করণ জোহার শেয়ার করেছিলেন নিজের সোশ্যাল মিডিয়াতে। ভিডিওতে বলিউডের তারকাদের নেশাগ্রস্থের মত দেখাচ্ছে। কারোর কথা জড়িয়ে যাচ্ছে তো কেউ নেশার ঘরে থাকার মত লাল চোখ নিয়ে অগোছালো ভাবে বসে আছেন ছড়িয়ে ছিটিয়ে। আবার কেউ কেউ ক্যামেরা দেখেই মুখ ঘুরিয়েছেন।
এই ভিডিওটি পুরোনো হলেও বলিউডের মাদক তদন্ত শুরু হলে মাঞ্জিন্দর সিং সিরসা নামের এক নেতা এই ভিডিওটি নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন ভিডিও দেখলেই বোঝা যাচ্ছে সকলে নেশাগ্রস্ত অবস্থায় রয়েছে। অর্থাৎ ২০১৯ এর এই পার্টিতে মাদক ব্যবহার করে নেশা করেছিল বলিউডের সেলেব্রিটিরা। দ্রুত এই অন্যায়ের বিচার হওয়া উচিত বলে দাবি করেন ওই নেতা।
View this post on Instagram
সম্প্রতি, তদন্তকারী সংস্থা এনসিবি করণ জোহরের কাছে ২০১৯ এর উক্ত পার্টির বিষয়ে খুঁটিনাটি জানতে চেয়ে নোটিশ পাঠিয়েছে। এদিন তার উত্তর দিয়েছেন করণ জোহর। উত্তরে করণ জোহর লিখেছেন, ‘২০১৯ এর যে পার্টি নিয়ে এতো শোরগোল সেই পার্টিতে কোনো মাদক সেবন করা হয়নি। কাজের শেষে ছুটির দিনে একটু আড্ডা আর মজার উদ্দ্যেশেই এই পার্টির আয়োজন হয়েছিল। সেদিনের পার্টিতে আমার মা উপস্থিত ছিলেন, মা এর সামনে নিশ্চই কেউ মাদক নেবে না। আর তাছাড়া আমি কি পাগল নাকি যে মাদক নিয়ে তার ভিডিও শেয়ার করব!’
করণ জোহর ছাড়াও অভিনেতা ভিকি কৌশলও এই ভিডিও নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেছেন, ‘পার্টিতে মাদক নেবার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা! সেদিন করণের মা উপস্থিত ছিলেন সেখানে। আর তাছাড়া সেদিন এক দু বার নয় তিনবার চেষ্টার পর পারফেক্ট এক্সপ্রেশন নিয়ে তোলা হয়েছিল এই ভিডিও। ভিডিওতে আমি নিজেই নেশাগ্রস্ত হবার অভিনয় করছিলাম। এটাতো আমরা অভিনেতারা হামেশাই করে থাকি, এ নিয়ে এতো ঝামেলার তো কিছু নেই’।