প্রয়াত বলিউড অভিনেত্রী শ্রীদেবীর (Sridevi) কন্যা জাহ্নবী কাপুর (Janhvi Kapoor)। অভিনেত্রী শ্রীদেবী ব্যাপক জনপ্রিয় ছিলেন বলিউডে। বলিউডে এমন অনেক সেলিব্রিটি রয়েছেন যাদের জনপ্রিয়তা ছিল আকাশ ছোঁয়া। তাদের জীবনের কাহিনী নিয়ে তৈরি হয়েছে বায়োপিক। এবার সেই ধরণেরই এক বায়োপিক আসতে চলেছে অভিনেত্রী শ্রীদেবীকে নিয়ে।
অভিনেত্রীর বায়োপিকের খবর যখন প্রথম সামনে আসে তখন নানারকম গুজব শোনা গিয়েছিল বি টাউনে। অনেকের মতে অভিনেত্রীর স্বামী প্রযোজক বনি কাপুরই এই বায়োপিক বানাতে চলেছেন। সাথে এমন খবর উঠেছিল যে অভিনেত্রীর মেয়ে জাহ্নবী কাপুরই ছবিতে শ্রীদেবীর চরিত্রে অভিনয় করবেন।
এবার সেই পুরোনো গুজব উস্কে দিয়ে একই সুর শোনা গেল বিখ্যাত কোরিওগ্রাফার সরোজ খানের (Saroj Khan) মেয়ে সুকন্যার গলায়। তবে, এবার প্রসঙ্গটা খানিক আলাদা! এবছরের জুলাই মাসে প্রয়াত হয়েছেন কোরিওগ্রাফার সরোজ খান। জানা যাচ্ছে আরেক বিখ্যাত কোরিওগ্রাফার রেমো ডিসুজা সরোজ খানকে শ্রদ্ধার্ঘ দিতে তাকে নিয়েই ছবি করার ইচ্ছা প্রকাশ করেছেন।
মা সরোজ খানের বায়োপিক নিয়ে সুকন্যা এক কথোপকথনে বলেন, ‘ ছবিতে তিন চার জন অভিনেত্রী থাকবে যারা আমার মায়ের সাথে কাজ করে ছিলেন। তাদের দিয়েই আমার মায়ের বিভিন্ন বয়সের যে যাত্রা সেটা তুলে ধরার চেষ্টা করব ছবিতে। ছবিতে মাধুরী দীক্ষিতকে দেখা যেতে পারে। সুকন্যা এও জানান যে অভিনেত্রী মাধুরী যদি এই ছবি না করেন তাহলে তিনি সত্যি খুব দুঃখ পাবেন। এছাড়া শ্রীদেবীর চরিত্রে জাহ্নবী কাপুরকে দেখা যাবে। ‘
অর্থাৎ শ্রীদেবীর চরিত্রে শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুরকেই বেচেছেন সুকন্যা। তবে, বর্তমানে রেমো ডিসুজা হৃদরোগ জনিত অসুস্থতার কারণে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি সুস্থ হলে তবেই এই ছবির কাজ শুরু হবে বলে ধারণা করা হচ্ছে।