• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

এতটাও সোজা ছিল না প্রেম! তিন বার প্রত্যাখ্যানের পরে বরুনের প্রস্তবে রাজি হন নাতাশা দালাল

Published on:

বরুন ধাওয়ান (Varun Dhawan), বলিউডের (Bollywood) অভিনেতা হবার পাশাপাশি প্রযোজক ডেভিড ধাওয়ানের (David Dhawan)পুত্র। বর্তমানে আগামী ২৫শে ডিসেম্বর নতুন ছবি ‘কুলি নং ১’ এর মুক্তির অপেক্ষায় রয়েছেন অভিনেতা। ‘কুলি নং ১’ ছবিটি হল ১৯৯৫ এর কুলি নং ১ ছবির রিমেক ভার্শন। ছবিতে বরুনের বিপরীতে অভিনয় করেছেন সাইফ আলী খানের কন্যা সারা আলী খান (Sara Ali Khan)। ছবির প্রথম ট্রেলার রিলিজ হবার পর, তাতে বরুন সারার আন্ডার ওয়াটার কিস শোরগোল ফেলে দিয়েছিল।

তবে, ছবিতে সারা আলী খানের সাহতে কেমিস্ট্রি জমলেও বাস্তবে বরুনের মন কিন্তু অন্য কারোর জন্য পাগল। বরুন ধাওয়ান দীর্ঘদিন ধরে নাতাশা দালালকে (Natasha Dalal) ডেট করছেন। অভিনেতা নিজেদের সম্পর্কটাকে গোপনীয় রেখেছেন। দুজনেই একেঅপরকে দীর্ঘদিন ডেটিং করলেও সেভাবে কোনো সংবাদ শিরোনামে বা গসিপে মেলেনি দুজনের সম্পর্কের খবর।

এমনকি এও জানা যাচ্ছে ২০২০ সালেই নাকি বিয়ে করার কথা ভেবেছিলেন অভিনেতা। তবে, করোনা মহামারীর কারণে বিয়ের অনুষ্ঠান পিছিয়ে যায়। বিয়ের তারিখ পরিবর্তন করে ঠিক কবে হয়েছে তা যদিও জানা যায়নি। তবে বরুনের সম্পর্কের কিছু তথ্য জানা গিয়েছে।

কারিনা কাপুরের সাথে একটি সাক্ষাৎকারের সময় বরুন তার সম্পর্কের কিছু তথ্য প্রকাশ করেছেন। বরুন বলেন, নাতাশাকে তিনি প্রথম দেখেছিলেন স্কুলের ক্যান্টিনে। সেই স্কুলের দেখা থেকেই নাতাশাকে ভালো লাগা, এমনকি তার হাঁটার স্টাইলও দারুন লেগেছিল বরুনের। সেদিন থেকেই নাতাশার প্রেমে পরে গিয়েছিলেন বরুন। তবে, নাতাশাকে পেতে বেশ কষ্ট করতে হয়েছিল বরুণকে। বরুন জানিয়েছেন, নাতাশার কাছে প্রপোসাল দিয়ে তিন থেকে চারবার রিজেক্ট হয়েছিলেন তিনি। কিন্তু হাল ছাড়েননি। শেষমেশ নাতাশাকেই ডেটিং এর জন্য রাজি করিয়ে ফেলেন বরুন। সেই থেকেই শুরু তাদের প্রেম কাহিনী।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥