আমাদের চারপাশে প্রতিটা মূহুর্তেই কিছু না কিছু ঘটে চলেছে। আর ডিজিটাল যুগে এই সমস্ত ঘটনা অনেক সময় সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে পড়ে। যদিও সোশ্যাল মিডিয়াতে প্রতিদিনই কিছু না কিছু মজার, বা কিছু বিস্ময়কর আবার কিছু ভয়ের ভিডিও ভাইরাল (Viral Video) হয় রোজই। কখনো অসাধারণ কোনো প্রতিভার দেখা পাওয়া যায় ভিডিওতে। তো আবার কখনো গা শিউরে ওঠার মত কিছুর দেখা মেলে। যেমন ধরুন, কেউ খালি গলায় অসাধারণ গান করছে, কেউ অসাধারণ নৃত্য প্রদর্শন করছে, আবার কেউ অবিকল পশুদের মত আওয়াজ করছে কেবল মুখ দিয়েই।
কখনো কোনো প্রাণীর মজাদার সব কাণ্ডকারখানা, তো কখনো ভয়ঙ্কর ও হিংস্র দুটি প্রাণীর মধ্যে লড়াই দেখা যায় এই সমস্ত ভাইরাল ভিডিওতে।তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে যে ভিডিওটি ভাইরাল হয়েছে তা হল চমকে ওঠার মত একটি ভিডিও। তার কারণ সাপ নাম শুনলেই অনেকে ভয়ে কাঁটা হয়ে যান। সেখানে যদি সাপ হয় বিশাল অ্যানাকোন্ডা বা অজগরের মত তাহলে তো আর কথাই নেই। অথচ শেয়ার হওয়া ভিডিওতে এক বিশালাকার সাপের সাথে রীতিমত যেন খেলা করছেন এক ব্যক্তি।
ওই ব্যক্তি হলেন নিগেল মারভেন, আসলে উনি একজন টিভি অভিনেতা বা বলতে গেলে জঙ্গলের টিভি অভিনেতা। জঙ্গলে জঙ্গলে ঘুরে বেরিয়েই তিনি সূত্রে করেন বিভিন্ন বন্যা পশুদের ভিডিও। এবার তিনি একটি নদীর ধারে একটি অ্যানাকোন্ডার (Anakonda) খোঁজে বেরিয়ে পড়েছেন। অ্যানাকোন্ডাটিকে দেখেই আনন্দের সাথে ঝাঁপিয়ে পড়েন তার কাছে। তাকে রীতিমত কোলে নিয়ে পর্যবেক্ষন করতে শুরু করেন তিনি।
ভিডিওতে দেখ যায় অ্যানাকোন্ডাটি তাকে আষ্টে পৃষ্টে জড়িয়ে ধরে। রীতিমত যুদ্ধ করে অ্যানাকোন্ডাটিকে ছাড়াতে সক্ষম হন নিগেল। অ্যানাকোন্ডার সাথে খেলা ও যুদ্ধের এমন ভিডিও শেয়ার হতেই ভাইরাল হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতে।