বলিউডের (Bollywood) ভাইজান সালমান খান (Salman Khan)। ভাইজান বলুন আর দাবাঙ্গ সালমান খানের আলাদাই ফ্যান বেশ রয়েছে। আর ভাইজানের জন্য একেবারে পাগল অনুগামীরা। আর ভাইজানের অনুগামীদের কাছে সালমান খানের জন্মদিন মানেই উৎসব। প্রতি বছর সালমান খানের জন্মদিনের আগের দিন সেজে ওঠে সালমান খানের পানভেলের ফার্ম হাউস। রাত ১২ তা বাজতেই শুরু হয় গ্রান্ড সেলিব্রেশন। পরিবারের কিছু কাছের মানুষ থেকে শুরু করে বন্ধু থেকে শুরু করে ফ্যানেদের সাথে একসাথে মেতে ওঠেন জন্মদিনে।
নিজের জন্মদিনে সালমান খান ফ্যানেদের সাথেও কেক কাটেন। সাথে নাচ গানা থেকে শুরু করে বাজি ফাটানো তো রয়েছেই। কিন্তু প্রতিবছরের মত এবছর হবে না ভাইজানের জন্মদিনের উৎসব। এবছর ভাইজানের জন্মদিনের উৎসব বাতিল হয়ে গিয়েছে। এই খবরে সালমান খানের অনুগামীদের মধ্যে জেগেছে প্রশ্ন। কেন এবছর জন্মদিন পালন করবেন না ভাইজান! তবে কি করোনার জন্য জন্মদিনের গ্রান্ড সেলেব্রেশন থেকে বিরত থাকছেন ভাইজান? এই ধরণের হাজারো প্রশ্ন আসছে সালমানের অনুগামীদের মাথায়।
আসলে এবছর একটু অন্যরকম প্ল্যান রয়েছে ভাইজান সালমান খানের। এবছর নিজের জন্মদিন অর্থাৎ ২৭শে ডিসেম্বর পানভেল যাচ্ছেন না অভিনেতা। বদলে নিজের আগামী ছবি ‘অন্তিম’ এর শুটিং এর কাজ নিয়েই ব্যস্ত থাকবেন ভাইজান। শুটিং সেটেই শ্যালক আয়ুষ শর্মার সাথে কাটাবেন গোটা দিন।
এবছর ২৭ শে ডিসেম্বর ৫৫ বছরে পা দেবেন ভাইজান সালমান খান। জানা যাচ্ছে এবছর ফ্যানেদের উদ্যেশ্যে বিশেষ বার্তা দেবেন ভাইজান।
প্রসঙ্গত, গতবছর জন্মদিনের আগে মায়ের ইচ্ছার কথা জানিয়েছিলেন সালমান খান। বলেছিলেন মা চান পুরোনো ফিগারে ফিরে যাক সালমান। মায়ের ইচ্ছা পূরণ করেছিলেন সালমান। জন্মদিনের দিন তার সোশ্যাল মিডিয়ার ছবি দেখলেই তার প্রমান মিলবে।