সোশ্যাল মিডিয়াতে রোজই হাজারো ভিডিও ভাইরাল (Viral Video) হচ্ছে। কখনো হাসি মজার ভিডিও তো কখনো দারুন সমস্ত ঘটনার ভিডিও দেখতে পাওয়া যায়। আবার শুধু যে মানুষের কীর্তি দেখা যায় তা নয়। পশু পাখিদের কান্ড কারখানায় দেখতে পাওয়া যায় এই সব ভাইরাল ভিডিওতে। আবার কখনো বহু প্রতিভাশীল ব্যক্তিদের ভিডিও সামনে আসে এই ভিডিওগুলির মাধ্যমে।
আসলে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে খুব অল্প সময়ের মধ্যেই বিশাল সংখ্যক দর্শকদের কাছে পৌঁছে যাওয়া যায়। যার কারণে অনেকে প্রতিভা প্রকাশের জন্য সোশ্যাল মিডিয়াকে বেছে নেন। আর সোশ্যাল মিডিয়াতে ওই ভিডিও শেয়ার হলে অল্প সময়েই পৃথিবীর কোনায় কোনায় পৌঁছে যায় সেই ভিডিও আর ভাইরাল হয়ে পরে।
এবার সোশ্যাল মিডিয়াতে এক মজার কীর্তির ভিডিও দেখা গেছে। ভিডিওটি দেখে হাসতে হাসতে পেতে ব্যাথাও ধরে যেতে পারে। আসলে আজকাল প্রেমের জামানা। ছোট থেকে বড় সকলেই প্রেম করছে আজকাল। তবে, মুশকিল হল প্রেমিক প্রেমিকাদের একান্তে সময় কাটানোর মত জায়গা সেভাবে নেই। তাই জায়গার অভাবে এদিক ওদিক ঘুরে বেড়াতে হয় প্রেমিক প্রেমিকাকে।
এবার একদল প্রেমিক আর প্রেমিকা মিলে প্রেম করার জন্য ঢুকে পড়েছে এক বিশালাকার গাছের গুঁড়ির ফাঁকে। আর ভিডিওতে সেই প্রেমের জুটিদেরই বেরিয়ে আস্তে দেখা যাচ্ছে। যেমন তা দেখা গেছে ভিডিওতে, ১৩ জনের মত যুবক ও যুবতী সেই গাছের গুড়ি থেকে বাইরে বেরিয়ে এসেছে। তবে, গোটা ঘটনাটা ভিডিও হচ্ছে দেখে লজ্জায় মাথা কাটা গিয়েছে ওই যুবক যুবতীদের। অনেকেই হাত দিয়ে নিজেদের মুখ আড়াল করার চেষ্টা করেছেন।
এমন এক আজব ঘটনার ভিডিও শেয়ার করা হয় সোশ্যাল মিডিয়াতে। আর শেয়ার করা মাত্রই ভাইরাল হয়ে পড়েছে এই ভিডিও। এপর্যন্ত ভিডিওতে প্রায় ৬৫ হাজারেরও বেশি রিঅ্যাকশন মিলেছে। দেখুন সেই ভাইরাল ভিডিওঃ