‘জান্নাত ২’ এর অভিনেত্রী এশা গুপ্ত (Esha Gupta)। বলিউডে (Bollywood) প্রবেশ করেছিলেন জান্নাত ছবির হাত ধরেই। এরপর ‘রাজ ৩’, ‘রুস্তম’, ‘কমান্ডো’, ‘টোটাল ধামাল’, ‘বাদশাহ’ এর মতন একাধিক হিট ছবিতে অভিনয় করেছেন অভিনেত্রী। অভিনেত্রীর অভিনয় তো বটেই সাথে অমন মারকাটারি ফিগারের ঠেলায় জনপ্রিয়তা উঠেছে তুঙ্গে। সোশ্যাল মিডিয়া হোক বা গ্ল্যামার ওয়ার্ল্ড সবেতেই অভিনেত্রী সমান জনপ্রিয়।
সোশ্যাল মিডিয়াতে ৫০ লক্ষেরও বেশি অনুগামী রয়েছে অভিনেত্রীর। অর্থাৎ বুঝতেই পারছেন এশার জনপ্রিয়তা ব্যাপক। আর হবে নাই বা কেন! বোম্ব ফিগারে একরে পর এক হট ছবি শেয়ার করে সোশ্যাল মিডিয়াতে নিজের অনুগামীদের মাতিয়ে রাখেন এশা।
কখনো বিকিনি পরে তো কখনো ওয়েস্টার্ন পোশাকেই নিজের বোম্ব ফিগারে যৌবনের উষ্ণতা ছড়িয়ে দেন নেটপাড়ায়। যার জেরে রীতিমত পাগল হয়ে পড়েছেন এশার অনুগামীরা।
সম্প্রতি অভিনেত্রী তার সোশ্যাল মিডিয়াতে একটি ছবি শেয়ার করেছেন। যা ছাড়া মাত্রই নিমেষের মধ্যে ঝড়ের গতিতে ভাইরাল হয়ে পড়েছে নেটপাড়ায়। আসলে ছবিতে কোনো প্যান্ট ছাড়াই দেখা যাচ্ছে অভিনেত্রীকে। শরীরের নিম্নভাগে কাপড় বলতে রয়েছে শুধু মাত্র একটি অন্তর্বাস। আর ওপরের অংশ ঢাকা রয়েছে একটি শর্ট টপে। নিজের বাথরুমে দাঁড়িয়েই বোম্ব ফিগারের এমন হট ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়াতে। যার জেরে মুহূর্তের মধ্যেই ভিড় জমেছে ছবি দেখতে।
View this post on Instagram