• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

দুই সন্তানের বাবা এই বলিউড অভিনেতা, তৃতীয় সন্তানের জন্মের আগে পাড়ি দিলেন কানাডায়

Published on:

এবছরটার বেশিরভাগটাই খারাপ খবরে ভরা হলেও গ্ল্যামার ওয়ার্ল্ড বা বলিউড (Bollywood) টলিউডে (Tollywood) যেন একপ্রকার খুশির খবরের জোয়ার এসেছে। বহু তারকারা এবছর তাদের পরিবারে নতুন সদস্যদের আগমন ঘটেছে। বলিউড হোক বা টলিউড এমনকি টিভি সিরিয়ালের (TV Serial) জগতেও এসেছে খুশির খবর। এবার বলিউডের আরেক অভিনেতা জানালেন নতুন অতিথি আসার খবর। হিন্দি টিভি সিরিয়ালের চেনা মুখ কারণবীর বোহরা (Karanvir Bohra)।

অভিনেতা ইতিমধ্যেই দুই সন্তানের বাবা, এবার পরিবারে তৃতীয় নতুন সদস্যের আগমনের খবর জানালেন তিনি। ‘কসৌটি জিন্দেগী কি’, ‘শারারাত’, ‘নাগিন ২’, ‘কবুল হ্যায়ে’ সিরিয়ালে অভিনয়ের জেরে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন অভিনেতা। এছাড়া বিগ বসেও অংশ নিয়েছিলেন করণবীর। আবার অভিনয়ের পাশাপাশি নাচেও বেশ পারদর্শী অভিনেতা।

অভিনেতা কানাডার মহিলা টিজে সিধুকে (Teejay Sidhu) ২০০৬ সালে বিয়ে করেছেন। টিজে হলেন একজন কানাডিয়ান টেলিভিশন হোস্ট সাথে রেডিও জকিও। এমনকি ভারতীয় পাঞ্জাবি ছবিতে অভিনয়ও করেছেন টিজে। বর্তমানে দুটি যমজ সন্তানের বাবা তিনি। এবার তৃতীয় সন্তানের জন্য প্রস্তুত হচ্ছেন দম্পতি। টিজের প্রথম যমজ সন্তান হয়েছিল  কানাডাতেই। প্রথমবারের মত  এবারেও তৃতীয়  সন্তানের জন্মের আগে করণবীর পত্নী টিজে উড়ে গিয়েছেন কানাডাতে। তবে, স্ত্রী কানাডা গেলেও অভিনেতা করণবীর কিন্তু ভারতেই আছেন।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥