সম্প্রতি ‘টাইমস অফ ইন্ডিয়া’ সংবাদপত্রে উঠে এসেছিল এমন এক শিশুর কথা যে চরম শীতেও রাস্তায় ঘুমাত। আর তারপর এই ঘটনা! জানা গেল আর এক শিশুর কথা যে ৯ বছর বয়সেই বাবা-মার দ্বারা পরিত্যক্ত। সূত্রের খবর, ৯ বছরের অঙ্কিতের বাবা জেল খাটছেন এবং ওর মা অঙ্কিতকে মৃত্যুমুখে ফেলে রেখে উধাও।
সংবাদপত্র দলের নজরে বিষয়টি আসার পরেই শিশু কল্যাণ দপ্তর আসরে নামে। অঙ্কিত জানিয়েছে, গত ক’বছর ধরে পথেঘাটে তার একমাত্র সঙ্গী একটি কুকুর, যার নাম ড্যানি। তার বক্তব্য, “সারাদিন ধরে বেলুন বিক্রি করে বেড়াই। যা রোজগার হয়, তাতে আমার আর ড্যানির কোনোমতে চলে যায়।” এক চা-বিক্রেতা জানিয়েছেন, “অঙ্কিত যখন আমার দোকানে কাজ করত, তখন ড্যানি এককোণে চুপচাপ বসে থাকত।
Uttar Pradesh: Dad in jail & abandoned by mom, homeless kid living with dog melts many hearts https://t.co/Cw3QQ3Jqf5 via @TOICitiesNews pic.twitter.com/eJAaq9a7Pe
— The Times Of India (@timesofindia) December 15, 2020
তবে এতকিছুর মধ্যেও ভালো লাগার বিষয় হল, ড্যানিকে খাওয়ানোর দুধটাও অঙ্কিত নিজের রোজগারের টাকায় কিনে নিত।” স্বাভাবিকভাবেই নেট-দুনিয়ায় অঙ্কিতের খবর পড়ার পর একদিকে যেমন চোখে জল এসেছে নেটিজেনদের, তেমনই অধিকাংশেরই বক্তব্য যে, এত দারিদ্র্যের মাঝেও যেভাবে আত্মসম্মান বজায় রেখেছে অঙ্কিত, তা প্রশংসনীয়।
কিছুদিন আগেই চায়ের দোকানের বাইরে ঘুমন্ত অঙ্কিতের ছবি ভাইরাল হয় এক নেটিজেনের তরফে। ভাইরাল হওয়ার পরই স্থানীয় প্রশাসনের বিশেষ দল ওই শিশুর খবর নিতে আসে। জানা গেছে, অঙ্কিতের ছবি আন্তর্জালে প্রকাশ করে তার বাবা-মাকে খোঁজার চেষ্টা চলছে। যদিও এখনও পর্যন্ত তাঁরা নিরুদ্দেশ। শিশুকল্যাণ দলের তরফে জানান হয়েছে, অঙ্কিত শীলা নামক এক স্থানীয় বাসিন্দার সাথে থাকে। পুলিশের তরফে জানান হয়েছে, “একটি বেসরকারি স্কুল অঙ্কিতকে বিনামূল্যে পড়াশোনা করানোর দায়িত্ব নিয়েছে।” যদিও নেটিজেনমহলের প্রশ্ন, অঙ্কিতের জীবনধারার উন্নতি হলেও কি ড্যানের সাথে তার সম্পর্ক একইরকম থাকবে?