ফের প্রিয়াঙ্কা চোপড়া এবং দিলজিৎ দোসাঞ্জকে একহাত নিলেন বলি ক্যুইন কঙ্গনা রানাউত। কৃষক আন্দোলন প্রসঙ্গে গায়ক এবং অভিনেত্রীর বিরুদ্ধে তোপ দেগে কঙ্গনা বললেন, এখন কোথায় গেলেন প্রিয়াঙ্কা চোপড়া দিলজিৎ দোসাঞ্জ?
কঙ্গনা প্রশ্ন তোলেন, কৃষক আন্দোলন নিয়ে মুখ খুলে এখন হাওয়া হয়ে গিয়েছেন। কৃষকদের(Farmers Protest) তাতিয়ে দিয়ে প্রিয়াঙ্কা চোপড়া এবং দিলজিৎ দোসাঞ্জ কোথায় গেলেন?
Cost of farmers protests so far 70,000 crores, because of dharna economic slowdown in neighbouring industries and small factories, might lead to riots, @diljitdosanjh and @priyankachopra you understand our actions have serious consequences please tell me who will pay for this? https://t.co/1KHSuFyQTo
— Kangana Ranaut (@KanganaTeam) December 16, 2020
কদিন ধরেই দিলজিৎ এর সঙ্গে কঙ্গনার ঠান্ডা যুদ্ধ বড় আকার ধারণ করেছে৷ কৃষকদের পাশে থাকার বার্তা দিয়ে দিলজিৎ প্রশ্ন তোলেন, কঙ্গনা না জেনেবুঝে কীভাবে মহিন্দ্র কউরকে বিলকিস বানো দাদি বলে সম্মোধন করলেন, তা নিয়ে প্রশ্ন তোলেন দিলজিৎ (Diljit Dosanjh)। এমনকী, বিলকিস বানো দাদিকে ১০০ টাকা পারিশ্রমিক দিয়ে কৃষক আন্দোলনের সঙ্গে যুক্ত করা যায় বলে কঙ্গনা যে মন্তব্য করেন, তারও বিরোধিতা করেন দিলজিৎ।
অন্যদিকে বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াও কৃষক আন্দোলনকে সমর্থন করেন। হঠাৎ আজ নিজের ট্যুইটার হ্যান্ডেলে দিলজিৎ এবং প্রিয়াঙ্কার প্রসঙ্গ টেনে ফের ট্যুইট যুদ্ধ শুরু করেন কঙ্গনা।