সোশ্যাল মিডিয়াতে আজকাল ভাইরাল ভিডিওতে (Viral Video) ছড়াছড়ি। আর এই ভাইরাল ভিডিওগুলির মধ্যেই মাঝেমধ্যে চোখে পরে কিছু অবিশ্বাস্য কান্ডকারখানা। যার কোনো মোটেই সাধারণ মানুষ যুক্তি দিয়ে মেলাতে পারেনা। এবার এমনই এক ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে।
সারা পৃথিবীতে অনেকেই সিগারেটের (Cigarette) নেশা করেন। প্রায় প্রতিটি দেশেই সিগারেটপ্রেমী দেখতে পাওয়া যাবে। বেশিরভাগ ক্ষেত্রেই কাজের চাপের কারণে ধূমপানে (Smoking) আসক্ত হয়ে পড়েন পুরুষ থেকে মহিলা উভয়েই। আবার এমন উদাহরণও রয়েছে যেখানে বড়দের দেখে নেশা করতে শুরু করে ছোটরা। এসব বাদে প্রেমে পরে ল্যাং খেলে বা ব্রেকাপ হলেও অনেকে দুঃখে ধূমপান শুরু করে। কিন্তু বর্তমানে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া ভিডিওতে যা দেখে যাচ্ছে তা সত্যি অবাক করে দেবার মত।
ভিডিওতে দেখা যাচ্ছে অবিকল মানুষের মত সিগারেট খাচ্ছে এক কুকুর। হ্যাঁ ঠিকই শুনেছেন ধুমপান করছে তও এক কুকুর। ঠিক যেমন বড় দুঃখে বা বিশাল টেনশনে মানুষ পায়ের ওপর পা তুলে সিগারেটে সুখটান দেয় ঠিক তেমনি করেই টান দিচ্ছে সিগারেটে। ভিডিওতে দেখ যাচ্ছে কুকুরটির সামনের একটি পায়ে রয়েছে একটি সিগারেট আর পাশেই রাখা রয়েছে সিগারেটের বাক্স। দিব্ব্যি মুখ দিয়ে টান মেরে নাক দিয়ে ধোঁয়া বের করে দিচ্ছে এই কুকুরটি।
বাড়ির পোষ্য কুকুরের এমন সিগারেট খাওয়ার ভিডিও দেখে অবাক নেটিজেনরা। যদিও ভিডিওটি বেশ পুরোনো, তবে আজব এই কান্ডের ভিডিও ভাইরাল হয়ে পড়েছে ইন্টারনেটে। আসুন দেখে নেওয়া যাক সেই সিগারেট খাওয়া কুকুরকে।
https://youtu.be/MAH-YAhkU9M