কৃষ্ণকলি ধারাবাহিকের ‘নিখিল’ ওরফে নীল ভট্টাচার্য (neel Bhattacharya) এবং ‘খড়কুটো’র ‘গুনগুন’ তথা তৃণা সাহা (Trina saha) এবার রিয়েল লাইফেও গাঁটছড়া বাঁধতে চলেছেন। আগামী বছরের ৪ঠা ফেব্রুয়ারী সাতপাকে বাঁধা পড়বেন তারা। আর তার আগে ৯ ফেব্রুয়ারী অনুষ্ঠিত হবে এই তারকাজুটির সঙ্গীত। যত দিন এগিয়ে আসছে ততই জোরকদমে চলছে প্রস্তুতি।
এদিকে দার্জিলিং এর ব্যাচেলার পার্টি থেকে ফিরেই ‘রাউডি বেবি’ গানে নাচ প্র্যাকটিস শুরু করে দিয়েছেন নীল ভট্টাচার্য। আর অন্যদিকে তৃণা সাহাও তৈরি হচ্ছেন ওই গানেই পা মেলানোর জন্য।
View this post on Instagram
আগামী ৯ই ফেব্রুয়ারী বলিউড স্টাইলে হবে সঙ্গীত আর এনগেজমেন্ট। ওইদিন বিশেষ পারফরম্যান্স থাকবে ‘খড়কুটো’ এবং ‘কৃষ্ণকলি’ টিমের। তবে ইতিমধ্যেই ‘ব্রাইড টু বি’ তৃণা জানিয়েছেন, বিয়ে গোটাটাই হবে বাঙালি আদবকায়দায়। বিয়ের থিম ‘বাঙালিয়ানা’।
কলকাতার এক নামজাদা ফ্যাশন ব্র্যান্ড হবু দম্পতির সঙ্গীতের ইন্দো-ওয়েস্টার্ন পোশাক তৈরি করছে। বিয়ের দিন একদম ট্র্যাডিশানাল বাঙালি সাজেই নিজেকে দেখতে চান তৃণা। তাই তারজন্য তৈরী হচ্ছে এক্সক্লুসিভ লাল বেনারসি এবং সোনার গয়না। নীলের সাজেও থাকবে লালের ছোঁয়া। ডিজাইনার অভিষেক রায়ের কাঁধেই রয়েছে বর-কনেকে সাজানোর দায়িত্ব।
View this post on Instagram
সঙ্গীতের পর ৩রা ফেব্রুয়ারী অনুষ্ঠিত হবে তৃণার মেহেন্দি এবং হবু দম্পতির আইবুড়ো ভাত। সেদিন থাকছে অরিত্র বন্দ্যোপাধ্যায়ের লাইভ পারফরম্যান্স। ১৪ ফেব্রুয়ারি রিসেপশনে বাজাবে ডি জে ডিপ্পি। বিয়ের মেনুতেও থাকছে রকমারি পদ। নীলের পছন্দের মোগলাই থেকে তৃণার পছন্দের বাঙালি খাবার সবই থাকবে এই হাইপ্রোফাইল বিয়ের আসরে৷